মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বরাবরই ভাল খেলেন লোকেশ রাহুল। এর আগেও পঞ্জাব কিংসের অধিনায়ক থাকাকালীন পল্টনদের বিরুদ্ধ♎ে অপরাজিত শতরান রয়েছে তাঁর। ব্রেবোর্ন স্টেডিয়ামে শনিবারও (১৬ এপ্রিল) লখনউ সুপার জায়ান্টস জার্সিতে ফের একবার মুম্বইয়ের বিরুদ্ধে শতরান হাঁকালেন রাহু🍎ল।
৬০ বলে রাহুলের নজির গড় অপরাজিত ১০৩ রানের ইনিংস সাজানো ছিল নয়টি চার ও পাঁচটি ছক্কায়। তাঁর ইনিꦑংসে ভর করেই রেকর্ড চ্যাম্পিয়নদের ১৮ রানে মাত দেয় ꦍলখনউ। স্বাভাবিকভাবেই এমন এক দুর্দান্ত ইনিংস খেলার পর রাহুলই ম্যাচ সেরা নির্বাচিত হ🐭ন। ম্যাচ শেষে নিজের ইনিংসের বিষয়ে বলতে গিয়ে রাহুল জানান, ‘এটা একটা বিশেষ দিন এবং বিশেষ শতরান। এই ম্যাচের আগে তেমন রান পাচ্ছিলাম না। তবে এখনাকার পিচটা বেশ ভাল🐓ই, তারই সুবিধা তুললাম।’
তবে মুম্বইয়ের বিরুদ্ধে ব্যক্তিগত দারুণ রেকর্ড নিয়ে খুব একটা মাথা ঘামাতে চান না রাহুল। বরং দলগত উন্নতিই তাঁর লক্ষꦏ্য। ছয়ের মধ্যে চার ম্যাচ জিতে আইপিএল লিগ তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে রয়েছ লখনউ। দলের সাফল্যের বিষয়ে রাহুলের মত, ‘আমরা অবশ্যই ভাল খেলছি। তবে মাটিতে পা রাখা দরকার। দলগতভাবে উ🐈ন্নতি করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। দলটা খুবই ভাল এবং আমি সকলের সঙ্গে সময় কাটানোটাও বেশ উপভোগ করছি। নিলামে এমনই একটা মজবুত দল গড়তে চেয়েছিলাম আমরা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।