ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ এখন পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের দুই তরুণ তারকা নিজেদের ব্যাটিং দক্ষতায় সকলকে মুগ্ধ করেছেন। একজন তিলক বর্মা এবং অন্যজন নেহাল ওয়াধেরা। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) বিরুদ্ধে নেহাল ৩৪ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং শেষে একটি ছক্কা মেরে নিজের দলকে জিতিয়েছিলেন। ম্যাচের পর নেহালের সঙ্গে ইশান কিষা🍌ণ মজার কিছু কথা বলেন যা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। এই কথোপকথনে নানা বিষয় উঠে এসেছে। এই আড্ডাতে নেহালের বিরুদ্ধে বড় অভিযোগও করেছিলেন ইশান কিষাণ।
আরও পড়ুন… ত্বকের ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কাহিনি শোনালেন ইংলিশ ব্যাটার স🐠্যাম বিলিংস
ইশানের মতে, নেহালের কারণেই সূর্যকুমার যাদব তাঁর উইকেট হারিয়েছিলেন এছাড়াও নেহাল নাকি ফিল্ডিং প্র্যাকটিসের সময়ে হোটেলে ফিরে যান। এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে RCB ২০ ওভারে ছয় উইকেটে ১৯৯ রান তুলে ছিল। জবাবে মুম্বই ইন্ডিয়ান্স ১৬.৩ ওভারে এই লক্ষ্য অর্জন করে। সূর্যকুমার যাদব ৩৫ বলে ৮৩ রান করেন। ম্যাচের পরে ইশানের সঙ্গে নেহালের আড্ডার ভিডিয়ো আইপিএল কর্তৃপক্ষ নিজেদের সোশ্যাꦏল মিডিয়াতে পাবলিশ করে। ইশান এই ভিডিয়োতে নেহালকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি ম্যাচটি শীঘ্রই শেষ করতে চান এটা কি নিজের জন্য নাকি দলের জন্য। এর জবাবে নেহাল বলেন তাঁর কাছে প্রথমে দল।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
ওদিকে ইশান তাঁকে মাঝপথে বাধা দিয়ে বলেন যে আমি যতদূর জানি, সে নিশ্চয়ই সূর্য ভাইকে বলেছে আমাকে স্ট্রাইক দিন এবং সূর্য ভাই এই কারণে আউট হয়ে গিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের যখন আট রান দরকার তখন নেহাল পঞ্চাশের কাছাকাছি ছিল। এই সাক্ষাৎকারের সময় ইশান জানান কেন নেহাল ক্যাচ মিস করেছিলেন। নেহাল যে ফিল্ডিং অনুশীলন করতে পছন্দ করেন না সেটা 🅰বলেন ইশান। নেহালের ড্রপিং ক্যাচ নিয়েও কথা বলেছিলেন। ইশান বলেন, ফিল্ডিং কোচ আসার সঙ্গে সঙ্গে নেহাল হোটেলে ফিরে যান।
আরও পড়ুন… ভারতে💦র হয়ে খেলার জন্য তৈরি যশস্বী, খেলতে পারেন ধাওয়ানের জায়গাতেই, মন্তব্য সুরেশ রায়নার
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।