রোহিত শর্মা একেবারেই ছন্দে নেই। শুক্রবাক গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও যে আহামরি পারফরম্যান্স করেছেন, তা নয়। পরপর দুই ম্যাচে শূন্যতে সাজঘরে ফেরার পর, এ দিন রানের খাতা খুলেছিলেন ঠিকই। তবে 🍃১৮ বলে ২৯ করেই সাজঘরে ফেরেন তিনি। তবে এরই মধ্যে নয়া নজির গড়ে ফেলেন রোহিত।
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ২০২৩ আইপিএলের ৫৭তম ম্যাচে গুজরাট টাইটান্স🧔ের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে ২০০টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন স্পর্শ করেছেন। সেই সঙ্গে হিটম্যান আইপিএলে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এবং এবি ডি ভিলিয়ার্সকে ছাপিয়ে গিয়েছেন। গুজরাটের বিপক্ষে রোহিত শর্মা ১৮ বল খেলে ২টি ছক্কা এবং ৩টি চারের সাহায্যে ২৯ রানের🅰 ইনিংস খেলেন।
আরও পড়ুন: এক বালতি দুধে এক ফোঁটা চোনা🤪- জরিমানার কবলে পড়তে হল জস বাটলারকে
মুম্বইয়ের হয়ে ২০০টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত
রোহিত শর্মা গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে ২০০টি ছক্কা মারার কীর্ত♋ি অর্জন করেছেন। কায়রন পোলার্ডের পর তিনি এই দলের দ্বিতীয় ব্যাটসম্যান, যিনি আইপিএলে ২০০টি ছক্কা হাঁকিয়েছেন। মুম্বইয়ের হয়ে এই লিগে ১৮৯ ম্যাচে ২২৩টি ছক্কা মেরেছিলেন কায়রন পোলার্ড। রোহিত শর🎉্মা ১৯৪ ম্যাচে ২০০ ছক্কার নজির স্পর্শ করলেন।
কায়রন পোলার্ড- ২২৩টি ছক্কা
রোহিত শর্মা - ২০১টি ছক্কা
হার্দিক পাণ্ডিয়া- ৯৮টি ছক্কা
আরও পড়ুন: ম♎াঝের ওভারে বেশি ডট বল খেলার দায় আমার- হারের পরে ভুল স্বীকার বেঙ্কটেশের
এবি ডি'ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারার ক্ষেত্রে রোহিত ♛শর্মা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এবং এবি ডি'ভিলিয়ার্সকে ঘাড় ধরে তিনে পাঠিয়ে দিয়েছেন। তিনি আদে এই তালিকায় দুই নম্বরে ছিলেন। রোহিত শর্মার এখন এই টুর্নামেন্টে মোট ২৫২টি ছক্কা রয়েছে। যেখানে এবি ডি'ভিলিয়ার্সের ২৫১টি ছক্কা রয়েছে। এই লিগে সর্বোচ্চ ছক্কা মেরেছেন ক্রিস গেইল, যার সংখ্যা ৩৫৭।
আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো শীর্ষ তিন ব্যাটসম্যান
৩৫৭টি ছক্কা – ক্রিস গেইল
২৫২টি ছক্কা – রোহিত শর্মা
২ছক্কা - এবি ডি ভিলিয়ার্স
হিটম🦩্যান কিন্তু আরও কিছু ম্যাচ খেললেও কায়রন পোলার্ড এবং ক্রিস গেইলকে টপকে যেতে পারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।