তাঁর দীর্ঘ কেরিয়ারে অনেক ম্যাচ জিতিয়েছেন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে। দেশকে এনে দিয়েছেন ওডিআই বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্ཧস ট্রফি। শুধু দেশের জার্সি গায়েই নয়, চেন্নাই সুপার কিংসকে চারবার চ্যাম্পিয়ন করেছেন তিনি। এ♑বারের আইপিএলেও ফাইনালে দলকে নিয়ে গিয়েছেন ক্যাপ্টেন কুল। তাঁর ক্রিকেট মস্তিস্ক নিয়ে কোনও কথা বলার জায়গা নেই। তাঁর ক্রিকেটীয় বুদ্ধি কতটা তা বারংবার প্রমাণ পেয়েছে।
প্লেঅফে গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচেও তা ফের একবার প্রমাণিত হয়েছে। প্লেঅফের প্রথম কেয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানস। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে সিএসকে। যা জয়ের জন্য একেবারেই নিরাপদ রান ছিল না। কারণ যেখানে শুভমন গিল, হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটাররা রয়েছেন। সেখানে দাঁড়িয়ে এই রানে ম্যাচ জেতা খুব একটা সহজ কাজ ছিল না চেন্নাইয়ের জন্য। এবার সেটাই করে দেখালেন ধো⛎নি।
১৭৩ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নামলে ২২ রানের ম♑াথায় প্রথম উইকেট হারায় গুজরাট টাইটানস। ১১ বলে ১২ রান করে ফিরে যান ঋদ্ধিমান সাহা। প্রথমেই💫 উইকেট হারিয়ে একটু চাপে পড়ে যায় গুজরাট। তিন নম্বরে ব্যাট করতে নামেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে তিনিও বড় রান করতে পারেননি। ৭ বলে মাত্র ৮ রান করে থিকশানার বলে ফিরে যান তিনি। পান্ডিয়ার আউট হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ধোনি।
যে মুহূর্তে থিকশানা বল করতে যাবেন, ঠিক তখনই জাদেজাকে লেগ সাইড থেকে অফ সাইডে নিয়ে আসেন ধোনি। যেখানে তিনি জাড্ডুকে নিয়ে আনেন, সেখানেই ক্যাচ দেন হার্দিক। ধোনির ফাঁদে পা দিয়ে ড্রেসিংরুম♛ে ফিরে যান হার্দিক। এমনটা যে এই প্রথম ঘটেছে তা একেবারেই নয়, অনেকবার ধোনিকে দেখা হিয়েছে ফিল্ডিং পরিবর্তন করতে। আর তারপরই উইকেট হারিয়েছ𝔍ে বিপক্ষ দল। এদিনও ঠিক তেমনটাই ঘটল। মাহির প্রশংসায় প্রাক্তন থেকে বর্তমানরা। আর এঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে।
আর হার্দিক পান্ডিয়া আউট হয়ে ফিরে যেতেই এক এক করে উইকেট হারাতে💝 থাকে গুজরাট টাইটানস। মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায় হার💜্দিক পান্ডিয়ার দল। সেই সঙ্গে সঙ্গে ১৫ রানে ম্যাচ জিতে ফাইনালে চলে যায় চেন্নাই সুপার কিংস।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।