কেকেআরে শুরু, কেকেআরেই শেষ করতে চান সুনীল নারি🐼ন। যতদিন আইপিএল খেলবেন, একই ফ্র্যাঞ্চাইজির হয়ে🍸 মাঠে নামার ইচ্ছা প্রকাশ করলেন ক্যারিবিয়ান স্পিনার।
২০১২ থেকে এপর্য𒆙ন্ত এক দশকে কলকাতা নাইট রাইডা꧅র্সের জার্সিতে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ মিলিয়ে মোট ১৪৯টি ম্যাচে মাঠে নেমেছেন সুনীল নারিন। সোবমার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচটি হতে চলেছে নাইট রাইডার্সের হয়ে নারিনের ১৫০তম ম্যাচ।
আরও পড়ুন:- R💟R 𝓀vs KKR: প্রথম নাইট হিসাবে ১৫০তম ম্যাচে নামছেন নারিন, রয়েছে আরেক নজির গড়ার হাতছানি
এমন মাইলস্টোন ম্যাচের আগে নারিন নিজের ইচ্ছার কথা 🦋জানালেন ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া সাক্ষাত্কারে। ক্যারিবিয়ান তারকা খেলা ছাড়ার পরেও কেকেআরের সঙ্গে যুক্ত থাকতে চান। বোলিং কোচ হয়ে না﷽ইট রাইডার্সে ফিরতে চান তিনি।
সুনীল নারিন বলেন, ‘এটা অত্যন্ত দীর্ঘ যাত্রা। ১৫০টি ম্যাচ এবং যাত্রা জারি। আমার ইচ্ছা কেকেআরের হয়েই আইপিএল শেষ করা। খেলা ছাড়ার পরে বোলিং কো🃏চ হিসেবে কেকেআরে ফিরে আসতে চাই। কেননা আমি বোলিং নিয়ে অনেক কিছু করেছ🅺ি। নিজের অ্যাকশন নিয়ে জেনেছি। কোন বিষয়টা সাহায্য করে, কোনটা কাজে লাগে না, বুঝেছি। আশা করি দরজা খোলা থাকবে এবং আমি কেকেআরের জার্সিতে যাত্রা জারি রাখতে পারব।’
আইপিএলের টাটকা খবর, সূচি, ফলাফল, পয়েন🥃্ট টেবিল ও দুর্দান্ত সব ছবি দেখুন হিন্দুস্তান টাইমস বাং💃লায়
উল্লেখ্য, প্রথম ক্রিকেটা✅র হিসেবে কেকেআরের হয়ে ১৫০টি ম্যাচে মাঠে নামতে চলেছেন নারিন। তিনি ღএপর্যন্ত কলকাতার হয়ে ১৪৯টি ম্যাচে ১৬৫টি উইকেট নিয়েছেন। তবে আইপিএলে তিনি মাঠে নেমেছেন ১৪০টি ম্যাচে। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে তাঁর উইকেট সংখ্যা ১৪৭টি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।