সুস্থ হয়ে দীর্ঘদিন পরে দলে ফিরছেন ক্যাপ্টেন ঋষভ পন্ত। তাই স্বভাবতই দিল্লি ক্যাপিটালসের শিবিরে উচ্ছ্বাসের মাত্রা বেড়েছে। ক্যাপ্টেনের প্রত্যাবর্তন নিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবিও পোস্ট করেছে দিল্লি। তাতে পন্তকে 'সিংহ' ꩵহিসেবে দেখানো হয়েছে। কিন্তু যেভাবে ওই ছবি তৈরি করা হয়েছে, তা মনে ধরেনি নে🧔টিজেনদের একাংশের। কেউ-কেউ তো সটান বলে দিয়েছেন যে এর থেকে ভালো ছবি এডিট করতে পারবেন তাঁরাই। এক নেটিজেন তো একধাপ এগিয়ে বলে দেন, 'ভাই, এর থেকে ভালো তো আমিই বানিয়ে দিতাম। এটা দেখে তো ও (পন্ত) ফের গাড়ি চালাতে চলে যাবে (গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন পন্ত)।' আর সেই কমেন্ট দেখে হাসি থামাতে পারেননি খোদ পন্ত। দিল্লির টুইট রিটুইট করলেও ওই কমেন্টের রিপ্লাইয়ে দুটি হাসির ইমোজি পোস্ট করেন। যে ছবি সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে। দিল্লির পোস্ট করা ছবি যত না বেশি ছড়িয়ে পড়েছিল, তার থেকে বেশি পন্তের রিপ্লাইয়ের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। নেটিজেনরা হাসি থামাতে পারেননি।
এক নেটিজেন বলেন, 'ঋষভ ভাই!!! হাহাহা!' যা নেটিজেনের কমেন্টের প্রেক্ষিতে পন্ত হেসে লুটোপুটি খেয়েছেন, তিনি আবার বলেন, 'হাহা, ওꦆয়েলকাম ব্যাক পন্ত ভাই। জয়পুরের মাঠে তোমার সঙ্গে দেখা হচ্ছে।' তারইমধ্যে এক নেটিজেন আবার বলেন, ‘সত্যি, আমিও এটার থেকে ভালো এডিট করতে পারতাম।’ অপর একজন বলেন, ‘সিংহ হিসেবে না দেখিয়ে পন্তকে স্পাইডারম্যান বলা উচিত ছিল।’
আরও পড়ুন: IND vs ENG: আমাদের রোহিত෴ শর্মা রয়েছে, বিশ্বের সেরা সিক্স হিটার- দ্রাবিড়ের মুখে হিটম্যানের স্তুতি
সেইসব হাসিঠাট্টার মধ্যেও পন্তকে যে মাঠে নামার জন্য ফিট সার্টিফিকেট দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), তাতে উচ্ছ্বাসে ভেসে গিয়েছে ক্রিকেট দুনিয়া। আর কবে তিনি টেস্ট ক্রিকেটে ফিরবেন, সেটার জন্য মুখিয়ে আছেন সকলেই। মঙ্গলবার বেলার দিকে বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতিত🅠ে জানানো হয় যে ২০২৪ সালের আইপিএলে খেলার জন্য পন্তকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে। তিনি ব্যাটিং তো করতে পারবেন। উইকেটকিপিংও করতে পারবেন বলে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: IND vs ENG: গার্ডেন মে ঘুমনে ওয়ালে… আপত্ꦆতিজনক ভিডিয়োর প্রসঙ্গ টেনে তরুণদের প্রশংসা রোহিতের
যদিও প্রথম ম্যাচ থেকেই তাঁকে উইকেটের পিছনে দাঁড় করানো হবে কিনা, সে বিষয়ে দিল্লি ক্যাপিটালসের তরফে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট মহলের অবশ্য বক্তব্য, পন্তকে ফিট সার্টিফিকেট দেওয়া হলেও ভারতীয় তারকার উপর কড়া নজর থাকবে বিসিসিআইয়ের। প্রায় দেড় বছর পরে পেশাদারি ক্রিকেট খেলতে নেমে পন্ত কীভাবে নিজেকে মানিয়ে নেন, তাঁর ফিটনেস কেমন, তা খুঁটিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্ট মহলের মত। কারণ বছরশেষের অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের জন্য নিশ্চিতভাবে পন্তকে দলে চাইছে ভারতের টিম ম্যানেজমেন্ট। গতবার যখন ভারত অস্ট্রেলিয়ায় গিয়েছিল, তখন পন💟্ত যা করেছিলেন, সেটা তো ক্রিকেটে ইতিহাসে চিরকালের জন্য ঠাঁই পেয়ে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।