সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স, চলতি আইপিএ🦹লের ২৫তম ম্যাচের পরে টুর্নামেন✅্টের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে চোখ রাখা যাক। সব থেকে বেশি রান, সর্বোচ্চ উইকেট, সর্বাধিক ছক্কা, সব থেকে বেশি চার ও দ্রুততম হাফ-সেঞ্চুরিকারীদের সেরা পাঁচের তালিকা দেখে নিন।
অরেঞ্জ ক্যাপ (সব থেকে বেশি রান):-১. জোস বাটলার (রাজস্থান): ৫ ম্যাচে ২৭২ রান।২. হার্দিক পান্ডিয়া (গুজরাট): ৫ ম্যাচে ২২৮ রান।৩. শিবম দুবে (চেন্নাই): ৫ ম্যাচে ২০৭ রান।৪. শুভমন গিল (গুজরাট): ৫ ম্যাচে ২০০ রান।৫. শিমরন হেতমায়ের (রাজস্থান): ৫ ম্যাচে ১৯৭ রান।
পার্পল ক্যাপ (সব থেকে বেশি উইকেট):-১. যুজবেন্দ্র চাহাল (রাজস্থান): ৫ ম্যাচে ১২টি উইকেট।২. টি নটরাজন (হায়দরাবাদ): ৫ ম্যাচে ১১টি উইকেট।৩. উমেশ যাদব (কলকাতা): ৬ ম্যাচে ১০টি উইকেটে।৪. কুলদীপ যাদব (দিল্লি): ৪ ম্যাচে ১০টি উইকেট।৫. ওয়ানিন্দু হাসারাঙ্গা (ব্✨যাঙ্গালোর):𝓡 ৫ ম্যাচে ১০টি উইকেট।
আইপিএলের টাটকা খবর, সূচি, ফলাফল, পয়েন্ট টেবি🐼ল ও দুর্দান্ত সব ছবি দেখুন হিন্দুস্তান টাইমস বাংল💃ায়
সব থেকে বেশি ছক্কা:-১. জোস বাটলার (রাজস্থান): ৫ ম্যাচে ১৮টি ছক্কা।২. আন্দ্রে রাসেল (কলকাতা): ৬ ম্যাচে ১৬টি ছক্কা।৩. শিমরন হেতমায়ের (রাজস্থান): ৫ ম্যাচে ১৫টি ছক্কা।৪. শিবম দুবে (চেন্নাই): ৫ ম্যাচে ১৩টি ছক্কা।৫. সূর্যকুমার যাদব (মুম্বই): ৩ ম্যাচে 🐭১২টি ছক্কা।
সব থেকে বেশি চার:-১. হার্দিক পান্ডিয়া (গুজরাট): ৫ ম্যাচে ২৬টি চার।২. জোস বাটলার (রাজস্থান): ৫ ম্যাচে ২৩টি চার।৩. পৃথ্বী শ (দিল্লি): ৪ ম্যাচে ২১টি চার।৪. কুইন্টন ডি'কক (লখনউ): ৫ ম্যাচে ২১টি চার।৫. ইশান কিষাণ (মুম্বই): ৫ ম্যাচে ২০টি চার।
আরও পড়ুন:- SRH vs KKR: রেকর্ড নয়, দুরন্ত ꦅছক্কায় প্রত🐓িপক্ষ দলের ফ্রিজ ভাঙলেন নীতিশ রানা, ভিডিয়ো
দ্রুততম হাফ-সেঞ্চুরি:-১. প্যাট কামিন্স (কলকাতা): ১৪ বলে (বনাম মুম্বই)।২. রাহুল ত্রিপাঠী (হায়দরাবাদ): ২১ বলে (বনাম কলকাতা)।৩. লিয়াম লিভিংস্টোন (পঞ্জাব): ২১ বলে (বনাম গুজরাট)।৪. জোস বাটলার (রাজস্থান): ২৩ বলে (বনাম গুজরাট)।৫. এভিন লুইস (লখনউ): ২৩ বলে (বনাম চেন্নাই)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।