🌳HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > PBKS vs GT: হাফ-সেঞ্চুরি গিলের, শেষ ওভারের থ্রিলারে রোমাঞ্চকর জয় হার্দিকদের

PBKS vs GT: হাফ-সেঞ্চুরি গিলের, শেষ ওভারের থ্রিলারে রোমাঞ্চকর জয় হার্দিকদের

Punjab Kings vs Gujarat Titans IPL 2023 Live Score: স্বপ্নের কামব্যাক মোহিত শর্মার, ঘরের মাঠে কোনও রকমে দেড়শো টপকে থামে পঞ্জাব কিংস। যদিও তুলনায় ছোটখাটো লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত লড়াই চালাতে হয় হার্দিকদের।

হাফ-সেঞ্চুরি গিলের। ছবি- আইপিএল টুইটার।

গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস ঘরের মাঠে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে। পরে দিল্লি ক্যাপিটালসকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে দꦍেন হার্দিক পান্ডিয়ারা। তবে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে কেকেআরের কাছে শেষ ওভারের থ্রিলারে হারের মুখ দেখতে হয় টাইটানসকে। আমদাবাদে ম্যাচের শেষ ৫ বলে ৫টি ছক্কা মেরে রিঙ্কু সিং জয় ছিনিয়ে নেন গুজরাটের কাছ থেকে। সেই ধাক্কা সামলে উঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার অ্যাওয়ে ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে সম্মুখসমরে নামে। কেকেআর ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জোড়া জয় দিয়ে আইপিএলের নতুন মরশুম শুরু করে পঞ্জাব। তবে নিজেদের তৃতীয় ম্যাচে শিখর ধাওয়ানরা পরাজিত হন সানরাইজার্স হায়দরাবাদের কাছে। সেদিক থেকে জয়ে ফেরার চ্যালেঞ্জ নিয়েই ঘরের মাঠে গুজরাটের মহড়ায় নামে প্রীতি জিন্টার দল। যদিও উত্তেজক লড়াইয়ে পরাজিত হয়েই মাঠ ছাড়তে হয় পঞ্জাবকে।

13 Apr 2023, 11:51 PM IST

ম্যাচের সেরা মোহিত শর্মা

কামব্যাক ম্যাচেই সেরার পুরস্কার জেতেন মোহিত শর্মা। তিনি ৪ ওভার বল করে ১৮ রানের বি🔯নিময়ে ২টি উইকেট দখল করেন। মಞোহিত সাজঘরে ফেরান জিতেশ শর্মা ও স্যাম কারানকে।

13 Apr 2023, 11:21 PM IST

রুদ্ধশ্বাস জয় টাইটানসের

জিততে ২ বলে চার রান দরকার ছিল গুজরাটের। ১৯.৫ ওভারে কারানের ব♒লে বাউন্ডারি মেরে টাইটানসকে ম্যাচ জেতান রাহুল তেওয়াটিয়া। পঞ্জাবের ৮ উইকেটে ১৫৩ রানের জবাবে গুজরাট ৪ উইকেটে ১৫৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ১ বল বাকি থাকতে ৬ উইকেটের উত্তেজক জয় ছিনিয়ে নেয় টাইটানস। তেওয়াটিয়া ৫ ও মিলার ১৭ রানে অপরাজিত থাকেন।

13 Apr 2023, 11:17 PM IST

শুভমন গিল আউট

১৯.২ ওভারে স্যাম ক༒ারানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শুভমন গিল। ৪৯ বলে ৬৭ রান করেন তিনি। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। গুজরাট ১৪৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাহুল 𝓰তেওয়াটিয়া। জিততে ৪ বলে ৬ রান দরকার টাইটানসের।

13 Apr 2023, 11:16 PM IST

শেষ ওভারে ৭ রান দরকার টাইটানসের

১৯তম ওভারে অর্শদীপ সিং ৬ রান খরচ করেন। সুতরাং, ১৯ ওভার শেষে গুজরাটের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৪৭ রান। জ🅺িততে শেষ ওভারে ৭ রান দরকার তাদের। গিল ৬৭ রানে ব্যাট করছেন।

13 Apr 2023, 11:08 PM IST

২ ওভারে ১৩ রান দরকার টাইটানসের

১৭তম ওভারে স্যাম কারানের বলে ১টি চার মারেন শুভমন গিল। ১৮তম ওভারে রাবাদার বলে ১টি ছꦗক্কা মারেন শুভমন এবং ১টি চার মারেন মিলার। ১৮ ওভার শেষে গুজরাটের স্কোর ৩ উইকেটে ১৪১ রান। জিততে শেষ ২ ওভারে ১৩ রান দরকার তাদের। গিল ৬৫ ও মিলার ১২ রানে ব্যাট করছেন।

13 Apr 2023, 10:53 PM IST

হাফ-সেঞ্চুরি গিলের

৬টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ১৬ ওভার শেষে টাইটানসের স্কোর ৩ উইকেটে ১২০ রান। সুতরাং জিততে তাদের♌ দরকার ৪ ওভারে ৩৪ রান। গিল ৫২ রানে ব্যাট করছেন।

13 Apr 2023, 10:49 PM IST

হার্দিক পান্ডিয়া আউট

১৪.২ ওভারে হরপ্রীত ব্রারের বলে স্যাম কারানের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ১১ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। টাইটানস ১০৬ রানে ৩ উইকেট হারায়। ⛦ব্যাট করতে নামেন ডেভিড মিলার। ১৫ ওভার শেষে গুজরাটের স্কোর ৩ উইকেটে ১১১ রান। জিততেꦕ ৫ ওভারে ৪৩ রান দরকার তাদের। গিল ৪৭ রানে ব্যাট করছেন।

13 Apr 2023, 10:46 PM IST

১০০ টপকাল টাইটানস

১৪তম ওভারে দলগত ১🐻০০ রানের গণ্ডি টপকে গেল গুজরাট টাইটানস। ১৪ ওভার শেষে তাদের স্কোর ২ উইকেটে ১০৫ রান। শুভমন গিল ৪৩ ও পান্ডিয়া ৮ রানে ব্🌠যাট করছেন।

13 Apr 2023, 10:35 PM IST

সাই সুদর্শন আউট 

১১.২ ওভারে অর্শদীপ সিংয়ের বলে বড় শট নিতে গিয়ে প্রভসিমরনের হাতে ধরা পড়েন সাই সুদর্শন। ২০ বলে ১৯ রান করেন তিনি। মারেন ২টি চার। ৮৯ 𝓡রানে ২ উইকেট হারায় টাইটানস। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ১২ ওভার শেষে গুজরাটের স্কোর ২ উইকেটে ৯১ রান। ৪০ রানে ব্যাট কর🧔ছেন শুভমন গিল।

13 Apr 2023, 10:28 PM IST

১০ ওভারে ৭৪ দরকার টাইটানসের

১০ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ৮০ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ১০ ওভারে ৭৪ রান দরকার তাদের। ২৬ বলে ৩৬ রান করেছেন শুভম🍬ন গিল। মেরেছেন ৫টি চার। সুদর্শন ১৩ রানে ব্যাট করছেন।

13 Apr 2023, 10:20 PM IST

লড়াই জারি গিলের

ষষ্ঠ ওভারে মাত্র ৪ রান খরচ করেন স্যাম কারান। সপ্তম ওভারে ৫ রান খরচ করেন রাহুল চাহার। অষ্টম ওভারে কারানের বলে ৬ রান তোলে গুজরাট। ৮ ওভার শেষে টাইটানসের স্কোর ১ উইকেটে ৬৭ রান। গিল ২৫ ও সুদর্শন ১১ রানে ব্যাট ꦬকরছেন।

13 Apr 2023, 10:05 PM IST

ঋদ্ধিকে ফিরিয়ে মাইলস্টোন রাবাদার

৪.৪ ওভারে কাগিসো রাবাদার বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ম্যাথিউ শর্টের হাতে ধরা পড়েন ঋদ্ধিমান সাহা। ১৯ বলে ৩০ রান করেন ঋদ্ধি। মারেন ৫টি চার। গুজরাট ৪৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সাই সুদর্শন। ৫ ওভার শেষে ট💮াইটানসের স্কোর ১ উইকেটে ৫২ রান। ঋদ্ধিকে ফিরিয়ে আইপিএলে দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন রাবাদা।

13 Apr 2023, 09:57 PM IST

ব্যাট চালাচ্ছেন ঋদ্ধিমান

দ্বিতীয় ওভারে কাগিসো রাবাদার বলে ১টি চার মারেন ঋদ্ধিমান সাহা ও ১টি চার মারেন 𓄧শুভমন গিল। তৃতীয় ওভারে অর্শদীপ সিংয়ের বলে ৪টি চার মারেন ঋদ্ধি। ৩ ওভার শেষে গুজরাটের স্কোর বিনা উইকেটে ৩৬ রান। ঋদ্ধি ১২ বলে ২৪ রান করেছেন। তিনি আইপিএলে ২৫০০ রানের গণ্ডি টপকে যান। গিল ব্যাট করছেন ১১ রানে।

13 Apr 2023, 09:49 PM IST

রান তাড়া শুরু গুজরাটের

শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ঋদ্ধিমান সাহা। বোলিং শুরু করেন অর্শদীপ সিং। প্রথম বলেই ১ রান নিয়ে খাতা খোলেন ঋদ্ধি। দ্বিতীয় বলে চার মারেন শুভমন। প্রথম ওভারে ৭ রান ওঠে। পঞ্জাব রাদাপক্ষেকে বসিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামায় রাহুল চাহা🔜রকে।

13 Apr 2023, 09:30 PM IST

দেড়শো টপকে থামল পঞ্জাব

ইনিংসের শেষ🧔 বলে ঋ🃏ষি ধাওয়ানকে রান-আউট করেন ঋদ্ধিমান সাহা। পঞ্জাব ৮ উইকেটে ১৫৩ রান তুলে ইনিংস শেষ করে। হরপ্রীত ৮ রানে অপরাজিত থাকেন। জোশ লিটল ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। জয়ের জন্য গুজরাটের দরকার ১৫৪ রান।

13 Apr 2023, 09:25 PM IST

রান-আউট শাহরুখ

১৯.৪ ওভারে ২ রান নেওয়ার চেষ্টায় রান-আউট হয়ে মাঠ ছাড়েন শাহরুখ খান। ৯ বলে ২২ রান করেন তিনি। মারেন ১টি চার ও ২টি ছক্কা। ১৫২ রানে ৭ উইকেট হারায় পঞ্জাব🧸। ব্যাট করতে নামেন ঋষি ধাওয়ান।

13 Apr 2023, 09:15 PM IST

স্যাম কারান আউট

১৮.১ ওভারে মোহিত শর্মার বলে শুভ♌মন গিলের হাতে ধরা পড়েন স্যাম কারান। ২২ বলে ২২ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। পঞ্জাব ১৩৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরপ্রীত ব্রার। ১৯ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৬ উইকেটে ১৪২ রান। শাহরুখ খান ২০ রানে ব্যাট করছেন। মোহিত ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। শামি ৪ ওভারে ৪৪ রা🍷ন খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

13 Apr 2023, 09:07 PM IST

ভানুকা রাজাপক্ষে আউট

১৬.৫ ওভারে আলজারি জোসেফের বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন ভানুকা রাজাপক্ষে। ২৬ 🍌বলে ২০ রানের ধীর ইনিংস খেলেন তিনি। মারেন ১টি চার। পঞ্জাব ১১৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহরুখ খান। তিনি মাঠে নেমে প্রথম বলেই ছক্কা মারেন। ১৭ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ৫ উইকেটে ১২১ রান। জোসেফ ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

13 Apr 2023, 09:02 PM IST

১০০ টপকাল পঞ্জাব

১৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় পঞ্জাব। রশিদ খানের ওভারে ১টি ছক্কা মারেন স্যাম কারান। ১৬ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ৪ উইকেটে ১০৯ রান। কারান ১৩ ও রাজাপক্ꦓষে ১৯ রানে ব্যাট করছেন। রশিদ ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ৩ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন মোহিত শর্মা।

13 Apr 2023, 08:43 PM IST

জিতেশ শর্মা আউট

১২.২ ওভারে মোহিত শর্মার বলে ঋদ্ধিমান সাহার দস্তানায় ধরা পড়েন জিতেশ শর্মা। আম্পায়ার প্রাথমিকভাবে আউট দেননি। ঋদ্ধি ছাড়া গুজরাটের আর কোনও ক্রিকেটার আবেদনও করেননি। বোলার-ক্যাপ্টেনও মাথা নেড়ে জানান যে, তাঁরা কোনও আওয়াজ শুনতে পাননি। তবে ঋদ্ধি নাছোড় ছিলেন। ফলে শেষ মুহূর্তে রিভিউ নেন হার্দিক। আল্ট্রা এজে স্পষ্ট হয়ে যায় যে, বল জিতেশের ব্যাটের কানা ছুঁয়েছে। ফলে সিদ্ধান্ত বদল করতে হয় ফিল্ড আম্পায়ারকে। জিতেশ ২৩ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন। তিনি ৫ꦬটি চার মারেন। পঞ্জাব ৯২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্যাম কারান। ১৩ ওভার শেষে পঞ্জ♛াবের স্কোর ৪ উইকেটে ৯৪ রান। মোহিত শর্মা ২ ওভারে ৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

13 Apr 2023, 08:27 PM IST

অর্ধেক ইনিংস শেষ

১০ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ৩ উইকেটে ৭৫ রান। ১৬ বলে ১৫ রান করেছেন জিতেশ শর্মা। ১০ বলে ৯ রান করেছেন ভানুকা রাজাপক্ষে। আলজারি ৩ ওভারে ২০ রান খরচ করেছেন। রশিদ ২ ওভারে ১৫ রান খরচ করে ১টি উইকেট ন♐িয়েছেন।

13 Apr 2023, 08:14 PM IST

ম্য়াথিউ শর্ট আউট

৬.৪ ওভারে রশিদ খানের বলে বোল্ড💛 হয়ে মাঠ ছাড়েন ম্যাথিউ শর্ট। ২৪ বলে ৩৬ রান করেন তিনি।🃏 মারেন ৬টি চার ও ১টি ছক্কা। পঞ্জাব কিংস ৫৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জিতেশ শর্মা। ৭ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৫৯ রান।

13 Apr 2023, 08:06 PM IST

পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল পঞ্জাব

পঞ্চম ওভারে আলজারি জোসেফের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন ম্যাথিউ শর্ট। ষষ্ঠ ওভারে লিটলের বলে ১টি চার মারেন তিনি। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ২ উইকেটে ৫২ রান। শর্ট ২🎃২ বলে ৩৫ রান করেছেন।

13 Apr 2023, 07:50 PM IST

শিখর ধাওয়ান আউট

৩.২ ওভারে জোশ লিটলের বলে আলজারি জোসেফের হাতে ধরা💛 পড়েন শিখর ধাওয়ান। ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৮ রান করেন তিনি। পঞ্জাব ২৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ভানুকা রাজাপক্ষে।

13 Apr 2023, 07:46 PM IST

শামির ওভারে ১১ রান

তৃত𝓀ীয় ওভারে পুনরায় বল করতে আসেন মহম্মদ শামি। ২টি চার মারেন ম্যাথিউ শর্ট। ওভারে মোট ১১ রান ওঠে। ৩ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ২৭ রান। শর্ট ১৮ রানে ব্যাট করছেন।

13 Apr 2023, 07:41 PM IST

লিটলের বলে জোড়া বাউন্ডারি ধাওয়ানের

দ্বিতীয়ཧ ওভারে বল করতে আসেন জোশ লিটল। তাঁর বলে ২টি চার মারেন শিখর ধাওয়ান। ২ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ১৬ রান। ধাওয়ান ও শর্ট, উভয়েই ব্যক্তিগত ৮ রানে ব্যাট🔯 করছেন।

13 Apr 2023, 07:33 PM IST

ম্যাচের দ্বিতীয় বলেই আউট প্রভসিমরন

প্রভসিমরনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন মহম্মদ শামি। প্রথম ওভারের দ্বিতীয় বলেই রশিদ খানের হাতে ধরা পড়েন প্রভ🐲সিমরন। শূন্য রানে ১ উইকেট হারায় পঞ্জাব। ব্যাট করতে নামেন ম্যাথিউ শর্ট। তিনি ও🧔ভারের চতুর্থ ও পঞ্চম বলে পরপর ২টি বাউন্ডারি মারেন। প্রথম ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ৮ রান।

13 Apr 2023, 07:23 PM IST

গুজরাটের প্রথম একাদশ

ঋদ্ধিমান সাহা (উইকেট෴কিপার), শুভমন গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ডেভিড মিলার, র𒅌াহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, মহম্মদ শামি, মোহিত শর্মা ও জোশ লিটল।

13 Apr 2023, 07:20 PM IST

পঞ্জাবের প্রথম একাদশ

প্রভসিমরন সিং, শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), ম্যাথিউ শর্ট, ভানুকা রাজাপক্ষে, জিতেশ শর্মা (🍌উইকেটকিপার), স্যাম কারা🌊ন, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাদা, ঋষি ধাওয়ান ও অর্শদীপ সিং।

13 Apr 2023, 07:11 PM IST

গুজরাটের হয়ে আত্মপ্রকাশ মোহিত শর্মার

২০২০ সালে শেষবার দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামা মোহিত শর্মাকে ফের দেখা যেতে চলেছে আইপিএলের আঙিনায়। মোহালিতে তাঁকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটানস। দু'দলই তাদের প্রথম একাদশে রদবদল করে। হার্দিক ফিরে আসায় টাইটানসকে তাদের প্রথম একাদশ বদল করতেই হতো। পঞ্জাবের হয়ে মাঠে নামছেন কাগিসো রাবাদা ও ভানুক☂া রাজাপক্ষে।

13 Apr 2023, 07:02 PM IST

টস জিতলেন হার্দিক

꧟পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-র গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল গুজরাট টাইটানস। টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে ব🅺্যাট করার আমন্ত্রণ জানান পঞ্জাবকে। সুতরাং, মোহালিতে রান তাড়া করবে টাইটানস। 

13 Apr 2023, 06:39 PM IST

মুখোমুখি লড়াইয়ে এগিয়ে নেই কোনও দল

গত মরশুমে আইপিএলে ২টি ম্যাচে পরস্পরের বিরুদ্ধে মাঠে ন💖ামে গুজরাট ও পঞ্জাব। উভয় দল জেতে ১টি করে ম্যাচ। সুতরাং, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে নেই কোনও দল।

13 Apr 2023, 06:32 PM IST

জয়ে ফিরতে মরিয়া দু'দল

পঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস, উভয় দলই জোড়া জয় দ📖িয়ে আইপিএল ২০২৩ অভিযান শুরু করে। তবে নিজে൲দের শেষ ম্যাচে পরাজিত হয় দু'দল। তাই মোহালিতে পঞ্জাবের মতোই জয়ে ফেরার লক্ষ্যে অবিচল হার্দিক পান্ডিয়ারাও।

Latest News

প𒅌াড়ার এক দাদাকে কয়েকট﷽া ছবি তুলতে দিয়েছিল কিশোরী, তাতেই পরিণতি হল ভয়ানক সৎমেয়ে রূপালির মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িওয়েছে, দাবি অভিনেত্রীর আইনজীবীর আ🌱মি কিন্তু তোমার থেকেও জোরে বল করি!রানার শর্ট-বলে বিব্রত হয়🎶ে হুঁশিয়ারি স্টার্কের মীন রাশির আজকের দিন কেমন 🦩যাবে? জানুন ২৩ নভেম্বরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে?�♛� জানুন ২৩ নভেম্বরের রাশিফল মকর রাশি🎶র আজকের দিন কেমন যাবে? জানুন ২৩ নভেম্বরের�� রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাব🍷ে? জানুন ২𓄧৩ নভেম্বরের রাশিফল বৃশ্চিক রাশির আ💮জকের দিন কেমন যাবে? জানুন ২৩ নভেম্বরের রাশিফল তুলা রাশি🌼র আজকের দিন কেমন যাবে? জানুন ২৩ নভেম্বরের রাশিফল কন্যা রাশির আজকের দিন কেমন যা🦋বে? জানুন ২৩ নভেম্বরের রাশিফল

Women World Cup 2024 News in Bangla

AI দিয়ে মহিলা ক্রিকেটারদ🎉ের সোশ্যাল মিডি✤য়ায় ট্রোলিং অনেকটাই কমাতে পারল ICC 🗹গ্র🌃ুপ স্টেজ থেকে বিদায় নিলেও ICCর সেরা মহিলা একাদশে ভারতের হরমনপ্রীত! বাকি কারা? বিশ্বকাপ জিতে নিউজিল্যাಞন্ডের আয় সব ꦑথেকে বেশি, ভারত-সহ ১০টি দল কত টাকা হাতে পেল? অলিম্পিক্সে বাস্কেটবল খেলেছেন, এবার নিউজিল্যান্ডকে T20 ব🐭িশ্বকাপ জেতালেন এই তারকা রবিবারে খেলতে চান না বলে টেস্ট ছাড়েন দাদু𒀰𒀰, নাতনি অ্যামেলিয়া বিশ্বকাপের সেরা বিশ🐠্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল নিউজিল্যান্ড? টুর্নামেন্টের সেরা কে?- পুরস্কার মুখোমুখি লড়💛াইয়ে পাল্লা ভারি নিউজিল্যান্ডের, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়বে কারা? ICC T20 WC ইতিহাসে প্রথমবার অস্ট্রে🧔লিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা জেমিমাকে দেখতে পারে! নেতৃত্বে হরমন-স্মৃতি নয়, তারুণ্যের 🔯জয়গান মিতালির ভিলেন নেট রান-রেট, ভালো 🐻খেলেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে ক🍷ান্নায় ভেঙে পড়লেন নাইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ