শুভব্রত মুখার্জি: তিনি শাহরুখের খান, তব🔜ে ক্রিকেটার। এই নামটা শোনার সঙ্গে সঙ্গেই প্রথমে যাঁর কথা মাথায় আসে তিনি নিঃসন্দেহে বলিউডের বেಞতাজ বাদশা শাহরুখ খান। ভক্তরা যাঁকে আদর করে কিং খান বলেই ডাকেন।
তবে এই শাহরুখ খান সিনেমা করেন না। তিনি ব্যাট হাতে কাঁপান ২২ গজ। পঞ্জাব কিংসের ব্যাটার শাহরুখ খ෴ান চলতি আইপিএলে বেশ ভালো ফর্মেই রয়েছেন। শনিবারই তিনি এক ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছেন তাঁর দলকে। তারপরেই সেই ম্যাচের পঞ্জাব দলের অপর নায়ক জিম্বাবোয়ের সিকন্দর রাজাকে শুনিয়েছেন তাঁর নামকরণের পিছনের অজানা কাহিনী।
তাঁর মা ছিলেন বলিউড তারকার অন্যতম বড় ফ্যান। আর সেখানেই লুকিয়ে রয়েছে তাঁর নামকরণের নেপথ্য কཧাহিনী, যা সিকন্দর রাজার মাধ্যমে গোটা বিশ্বকে শুনিয়েছেন ক্রিকেটার শাহরুখ। রাজা, শাহরুখকে তাঁর নামকরণের পিছনের কাহিনী জিজ্ঞাসা করেন। যার উত্তরে শাহরুখ জানান, ' আমি আমার পরিবারের প্রথম সন্তান। আমার পরিবারে অনেক বোন রয়েছে। তারা প্রত্যেকেই অভিনেতা শাহরুখ খানের বিরাট ভক্ত। ১৯৯৫ সালে আমার জন্ম হয়। আর তার এক বা দুই বছর আগে ১৯৯৩ কিংবা ৯৪ সালে শাহরুখের সিনেমা বাজিগর মুক্তি পায়। আমার মা ওই সিনেমা দেখার পরেই আমার নামকরণ অভিনেতা শাহরুখ খানের নামে করার সিদ্ধান্ত নেয়। আর এটাই আমার নামকরণের অন্যতম কারণ।'
প্রসঙ্গত শনিবারে একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে পঞ্জাব কিংস দুই উইকেটে জয় পায়। এই জয়ের অন্যতম দুই নায়ক সিকন্দর রাজা এবং শাহরুখ খান। সিকন্দর রাজা বল হাতে একটি উইকেট নেন। পাশাপাশিඣ ৪১ বলে করেন ৫৭ রান। রবি বিষ্ণোইয়ের বলে রাজা আউট হয়ে যাওয়ার পরে দলকে জেতানোর দায়িত্ব কা🐼ঁধে তুলে নেন শাহরুখ খান। তিনি ২৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।