ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর ১৬ আসর অর্থাৎ ২০২৩ আইপিএল-এর ১৮তম ম্যাচটি গুজরাট টাইটানস এবং পঞ্জাব কিংসের মধ্যে খেলা হয়েছিল। এই মরশ🍰ুমে আরও একটি ক্লোজ প্রতিদ্বন্দ♏্বিতা দেখা গেল। এবং এই ম্যাচের শেষ বলে রাহুল তেওয়াটিয়া চার মেরে গুজরাট টাইটানসকে জয়ী করেছিলেন। রাহুল তেওয়াটিয়া ম্যাচটি নট আউট শেষ করেন। এই ইনিংস খেলার পরে একটি বিশেষ ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক এবং রাহুল ত্রিপাঠিকে পিছনে ফেলে দিয়েছেন গুজরাট জায়ন্টসের রাহুল তেওয়াটিয়া।
আইপিএল ২০২০ সাল থেকে, রাহুল তেওয়াটিয়া সর্বাধিকবার অপরাজিত থাকা একজন ভারতীয় ব্যাটার যিনি সফল ভাবে রান তাড়া করে জিতেছেন। এই ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক এবং রাহুল ত্রিপাঠিকে পিছনে ফেলেছেন রাহুল তেওয়াটিয়া। তিনজনই ২০২০ সাল থেকে ছয় বার এই ♌কীর্তি করেছেন। তবে বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে গুজরাটকে জিতিয়ে এই লিস্টে সকলের উপরে জায়গা করলেন রাহুল তেওয়াটিয়া। কারণ এখনও পর্যন্ত সপ্তমবারের মতো ম্যাচ ফিনিশ করার কাজটি করলেন তিনি।
আরও পড়ুন… IPL-এর꧒ ইতিহাসꦜে দ্রুততম একশো উইকেটের নজির গড়লেন প্রোটিয়া তারকা
মোহালির পিসিএ আইএস বিন্দ্রা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস ২০ ওভারে আট উইকেটে ১৫৩ রান করে। দেখে মনে হচ্ছিল গুজরাট টাইটানস সহজেই এই লক্ষ্য তাড়া করবে, কিন্তু পঞ্জাব কিংস শক্ত বোলিং করে এ🥂বং গুজরাট টাইটানসকে শে🦩ষ ওভার পর্যন্ত জয়ের জন্য লড়াই করতে হয়েছিল। গুজরাট টাইটানস ১৯ ওভারে তিন উইকেটে ১৪৭ রান করেছিল এবং তাদের জয়ের জন্য শেষ ওভারে সাত রান দরকার ছিল। ক্রিজে ছিলেন ডেভিড মিলার ও শুভমন গিল। এখান থেকে মনে হচ্ছিল গুজরাট টাইটানস সহজেই ম্যাচ জিতে যাবে।
আরও পড়ুন… ফর্মে নেই রাসেল, KKR-এ কি বদল ꧙হবে? কী করবে SRH? দেখে নিন দুই দল💮ের সম্ভাব্য একাদশ
যদিও স্যাম কারান নির্ণায়ক ওভারে বল করতে এসে দ্বি💜তীয় বলে শুভমন গিলকে আউট করেন। এরপর ব্যাট করতে আসেন রাহুল তেওয়াটিয়া। চার বলে এসেছিল মাত্র তিন রান। এ ভাবেই গুজরাট টাইটানসের ওপর চাপ বাড়তে থাকে। শেষ দুই বলে জয়ের জন্য তাদের দরকার ছিল চার রান। রাহুল তেওয়াটিয়া পঞ্চম বলে স্ট্রাইক পেয়েছিলেন এব🔜ং তিনি একটি চার মেরে গুজরাট টাইটানসকে জয়ী করেন। এভাবেই ইতিহাসের খাতায় নিজের নাম তুলে দেন রাহুল তেওয়াটিয়া। রান চেসের ব্যপারে দীনেশ কার্তিক ও মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলে দেন রাহুল তেওয়াটিয়া।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। H🍌T App ড𝔉াউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।