রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের পুরনো স্কোয়াডে খুব বেশি রদবদল করতে রাজি নয়। তাই তারা🏅 পুরনো স্কোয়াডের ১৮ জন ক্রিকেটারকে ধরে রাখে। ছেড়ে দেয় মোটে ৫ জন ক্রিকেটারকে। যদিও নিলাম থেকে তারা সর্বোচ্চ ৭ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে।
আরসিবির স্কোয়াড মোটামুটি সম্পূর্ণ দেখাচ্ছে। মাত্র কয়েকটি জায়গায় ফাঁর পূরণ করতে হবে বিরাট কোহলিদের। যদিও আরসিবির হাতে রয়েছে নামমাত্র টাকা। একমাত্র কলকাতা নাইট রাইডার্স আর⛦সিবির থেকে কম টাকা নিয়ে নিলামের টেবিলে বসবে। সন্দেহ নেই বেছে 🎃বেছে কয়েকজনের পিছনে দৌড়নো ছাড়া নিলামের বেশিরভাগ সময়ে দর্শকের ভূমিকা পালন করতে হবে ব্যাঙ্গালোরকে।
নিলামে ব্যাঙ্গালোরের প্রধান লক্ষ্য থাকবে ভারতীয় ব্যাটসম্যানদের দিকে। বিরাট কোহ♕লি যদি ওপেনার হিসেবে কাজ চালিয়ে যান, তবে মিডল অর্ডারে মণীশ পান্ডের মতো অভিজ্ঞ কারও কথা ভাবতে পারে আরসিবি। বিরাট যদি তিন নম্বরে ব্যাট করতে পছন্দ করেন, তবে ওপেনে মায়াঙ্ক আগরওয়ালের মতো কারও দিকে হাত বাড়াতে পারে তারা। নারায়ন জগদীশানের মতো ঘরোয়া ক্রিকেটারের কথাও নিশ্চিতভাবেই মাথায় ঘুরবে ব্যাঙ্গালোরের।
আরও পড়ুন:- IPL꧑ 2023 Auction: সব থেকে বেশি টাকা হাতে নিয়ে নিলামে ক্যাপ্টেনের খ♍োঁজে নামবে SRH
আরসিবির স্কোয়াডে ডু'প্লেসি, ম্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚয়াক্সওয়েল, হাসারাঙ্গা, হ্যাজেলউডের মতো বিদেশি ক্রিকেটার রয়েছেন। তাই হাই-প্রোফাইল বিদেশি ক্🐎রিকেটারের পিছনে অযথা টাকা ঢালতে রাজি হবে না ব্যাঙ্গালোর।
কত টাকা হাতে রয়েছে আরসিবির: নিলামের আগে রয়্যাল চ🥀্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের হাতে🐎 রয়েছে মাত্র ৮ কোটি ৭৫ লক্ষ টাকা।
কতজন খেলোয়াড় দলে নিতে পারবে ব্যাঙ্গালোর: আরসিবির হাতে রয়েছে ১৮𝔉 জন ক্রিকেটার। সুতরাং, সর্বাধিক ২৫ জনের স্কোয়াড পূর্ণ করতে সব থেক বেশি ৭ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে তারা।
কতজন বিদেশি খেলোয়াড় নিতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স: আরসিবির স্কোয়াডে রয়েছে ৬ জন বিদেশি ক্রিকেটার (ফ্যাফ ডু'প্লেসি, ফিন অ্যালেন, গ্লেন 💞ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড উইলি ও জোশ হ্যাজেলউড)। সুতরাং, ไসর্বোচ্চ ২ জন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে ব্যাঙ্গালোর।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাদের ধরে রাখে: নিলামের আগে আরসিবি ধরে রাখে ফ্যাফ ডু'প্লেসি, বিরাট কোহলি, সূয়াস প্রভুদেশাই, রজত পতিদার, দীনেশ কার্তিক, অনূজ রাওয়াত, ফিন অ্যালেন, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু 💎হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, হার্ষাল প্যাটেল, ডেভিড উইলি, করণ শর্মা, মহীপাল লোমরের, মহম্মদ সিরাজ, জোশ হ্যাজেলউড, সিদ্ধার্থ কউল ও আকাশ দীপকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাদের ছেড়ে দেয়: নিলামের আগে রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছেড়ে দিয়েছে জেসন বেহরেনডর্ফ, অনীশ্বর গৌতম, চামা মিলিন্দ, লুবনিথ সিসোদ🔥িয়া ও শেরফান রাদারফোর্ডকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।