শুভব্রত মুখার্জি: আইপিএলের ১৬তম মরশুম শুরুর আগেই ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। চারবারের চ্যাম্পিয়নদের হয়ে এবার খেলা হবে না অন্যতম প্রতিভাবান পেসারের। আইপিএল শুরুর আগেই ছিটকে গেলেন সিএসকের পেসার মুকেশ চৌধুরী।🌳 শনিবার আইপিএলে তাদের প্রথম 🌠ম্যাচে সিএসকে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানসের। তার আগেই এল খারাপ খবর।
আরও পড়ুন… সবচেয়ে দামী স্যাম কারানকে তো থাকছেন, ধাওয়ানের পঞ্জাব দলের একা🌊দশে ভারতীয় ♒কারা?
ফ্রাঞ্চাইজি সূত্রে খবর মুকেশ চৌধুরীর পিঠের চোট এখনও পুরোপুরি সারেনি। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন। তাঁর চোট না সা🌱রার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএলের ২০২২ সালের মেগা নিলামে ২০ লক্ষ টাকা খরচ করে মুকেশকে কিনেছিল সিএসকে। সেবার আইপিএলে সিএসকের হয়ে তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল। যদিও সে বার দলগত ভাবে সিএসকের পারফরম্যান্স একেবারেই ভালো ছিল না। তখন পয়েন্ট তালিকায় নয় নম্বরে শেষ করেছিল সিএসকে।
আরও পড়ুন… সুযোগ কি পাবেন ঋদ্ধি? দেখে নিন কেমন 🎀হতে পারে IPL 2023-এ হার্দ🤡িকের GT-র প্রথম একাদশ?
২৬ বছর বয়সি বাম হাতের পেসার ২০২২ মরশুমে সিএসকের হয়ে ১৩ টি ম্যাচ খেলেছিলেন। তিনি নিয়েছিলেন ১৬টি উইকেট। ইকোনমি রেট ছিল ৯.৩২ রান প্রতি ওভার। তাঁর শ্রেষ্ঠ পারফরম্যান্স ছিল ৪৬ রানে চার উইকেট নেꩲওয়া। ২০২২ সালের ডিসেম্বর মাসে তিনি শেষবার প্রতিযোগিতা মূলক ম্যাচে খেলেন। বিজয় হাজারের ফাইনালে খেলেছিলেন তিনি। মুম্বইয়ের হয়ে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ফাইনালে খেলেছিলেন তিনি। উল্লেখ্য এর আগে চোটের কারণে সিএসকে তাদের অলরাউন্ডার কাইল জেমিসনকে হারিয়েছে গোটা মরশুমের জন্য। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বোলিং অলরাউন্ডার সিসান্ডা মাগালাকে দলে নিয়েছে তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।