দিল্লি ক্যাপিটালসের (ডিসি) ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় বিꩵশ্বাস করেন যে, তাঁর দল এখনও তাদের বাকি ৯টি ম্যাচ জিততে পারে এবং ২০২৩ আইপিএলের প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারে।
এ বার টুর্নামেন্টের শুরুতে টানা ৫টি ম্যাচ হেরে দিল্লির হাল অত্যন্ত খারাপ। তারাই একমাত্র দল, যারা ২০২৩ আইপিএলে একটি ম্যাচও জেতেনি। পয়েন্ট টেবলের তলানীতে গড়াগড়ি খাচ্ছে। এবং তারা যে ম্যাচগুলি হেরেছে, সেট🙈া খুব খারাপ ভাবে হেরেছে। নিঃসন্দেহে হতাশাজনক পরিস্থিতিতে রয়েছে দিল্লি।
সৌরভ গঙ্গোপাধ্যা অবশ্য আশাবাদী, পরের ৯টি ম্যাꩲচ জেতার বিষয়ে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিশ্বাস করেন যে, দিল্লি এখনও প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) কাছে হারের পর এমন দ🃏াবি করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আরও পড়ুন: চোটে জেরবওার চেন্নাই দল গড়তে সমস্যায়,ব্যাঙ্🦩গালোরের একাদশই বা কী হবে?
সৌরভ বলেছেন, ‘আ🏅মরা এর চেয়ে খারাপ ফল হতে পার𝕴ে না। আগের ম্যাচগুলো ভুলে আমরা ক্যাপ্টেনের (ওয়ার্নার) পাশে দাঁড়াই। এক অপরকে সমর্থন করি। এবং পরের ম্যাচে একেবারে নতুন করে শুরু করি। এখনও ন'টি ম্যাচ বাকি এবং আমরা ন'টির মধ্যে ন'টিতেই জিততে পারি।’
প্রাক্তন ভারত অধিনায়ক এবং দিল্লির ক্রিকেট ডিরেক্টর মনে করেন, প্লে-অফে ওঠাটা এখন আলোচ্য নয়। নিজেদের সেরাটা দিয়ে খেলাই আসল। তিনি বলেছেন, ‘আমরা প্লে-অফে উঠি, বা না উঠি, এই পর্যায়ে আমাদের জন্য সেটা এতটাও গুরুত্বপূর্ণ নয়। তবে নিজেদের জন্য সেরাটা দিয়ে খেলতে হবে। আমাদের গর্বের জন্য খেলতে হবে এবং তার পর দেখা যাবে, আমরা প্লে-অফে উঠতে পারি কিনা। এই মুহূর্তে মাঠে যা ফল হচ্ছে,💛 তার থেকে আমরা অনেক ভালো দল।’
আরও পড়ুন: লাখ লাখ টাকা খরচ করে আলিগড়ে দরিদ্র ক্রিকেটারদের জন্য হোস্টেল বানাচ্ছেন KKR-এর রিꦚঙ্কু
সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন, অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নারের পাশে থাকতে হবে। দিল্লি ক্যাপিটালসকে ওর উপর ভরসা করতে হবে। এখনও পর্যন্ত ওয়ার্ন🎃ারের মরশুমটা মোটামুটি যাচ্ছে। যদিও তিনি বর্তমানে অরেঞ্জ ক্যাপের তালিকায় ৫ ম্যাচে ২২৮ রান করে চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর স্ট্রাইকরেট ১১৬.৯২। তবে ওয়ার্নারের ধীর গতির ব্যাটিং নিয়ে সমালোচনা চলছে। তিনি এত ধীর গতিতে দু'টি হাফ সেঞꦅ্চুরি করেছিলেন, অনেকে সেই ইনিংসগুলিকে দিল্লির ম্যাচ হারের কারণ হিসেবে দাবি করেছিলেন।
সৌরভ গাঙ্গুলী তার দলের অধিনায়কের প্রতি আস্থা দেখিয়ে বলেন, ‘ঘুরে দাঁড়াতে একটা ম্যাত লাগে। এবং আমরা সেটা করবই। সকলে ডেভিড🧜ের (ওয়ার্নার) পাশে থাকি, ও অধিনায়ক এবং দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।