আবেদনই করেননি বোলার, রাজি নন ক্যাপ্টেনও, জোর করে DRS নেওয়ালেন পুরান, ফল কী হল দেখুন: ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 16 Apr 2022, 03:56 PM IST-
আসলে নটরাজনের বলে রানা ব্যাট চালালেও বল সোজা উইকেটকিপারের দস্তানায় চলে যায়। বল ধরে একা একাই কট বিহাইন্ড আউটের আবেদন জানাতে থাকেন পুরান। আম্পায়ার নট-আউট বলে রায় দেন। বোলার নটরাজনের মধ্যে কোনও হেলদোল ছিল না। তিনিও কার্যত মাথা নেড়ে জানিয়ে দেন যে, তাঁর ধারণা বল ব🌃্যাটে লাগেনি। একই মনোভাব দেখা যায় ক্যাপ্টেন উইলিয়ামসনের মধ্যেও।
আরও পড়ুন:- SRH vs KꦆKR: রেকর্ড নয়, দুরন্ত ছক্কায় প্রতিপক্ষ দলের ফ্রিজ ভাঙলেন নীতিশ রানা, ভিডিয়ো
তবে পুরান নাছোড়বান্দা ছিলেন। তিনি দাবি করেন যে, কোনও শব্দ শুনতে পেয়েছেন। অগত্যা রিভিউ নিতে বাধ্য হন উ𝔍ইলিয়ামসন। শেষে টেলিভ🃏িশন রিপ্লেতে বিষয়টি পরিস্কার হয়। আলট্রা-এজ টেকনলজিতে ধরা পড়ে যে, বল রানার ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপারের দস্তানায় জমা পড়েছে। ফলে ব্যক্তিগত ৫৪ রানের মাথায় মাঠ ছাড়তে হয় রানাকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।