পরপর তিন বছর গ্রুপ টেবিলের প্রথম দিকে শেষ করার পর এবার শেষের দিকে স্থান পেয়েছে দিল্লি ক্যাপিটালস। এই বছর তারা ৯ নম্বর স্থানে থেকে আইপিএল শেষ করেছে। দিল্লির সঙ্গে সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের এই বছরটা অত্যন♊্ত খারাপ কেটেছে। তা না হলে দিল্লি ১০ নম্বর স্থানে শেষ করত। দিল্লির দলের সঙ্গে যুক্ত রয়েছেন অজি কিংবদন্তি রিকি পন্টিং, শেন ওয়াটসন এবং প্রাক্তন ভারত অধিনাক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাদের অধীনে দল এইরকম খারাপ পারফরম্যান্স করায় স্বাভাবিকভাবেই প্রশ্নের ঝড় আসতে শুরু করেছে। ঋষভ পন্তের অনুপস্থিতিতে প্রায় প্রতিটি ম্যাচে ভেঙে পড়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপ। আর এই ব্য়র্থতার ফলে প্রথম প্লেঅফে জায়গা করে নিতে পারেনি তারা।
এই🐽 মরশুমের প্লেঅফ পর্ব শুরু হচ্ছে আজ অর্থাৎ মঙ্গলবার। যে ৬টি দল প্লেঅফে জায়গা করে নিতে পারেনি, তারাই এবার ব্যর্থতা খতিয়ে দেখবে। তবে যাই হোক না কেন, দিল্লির এমন পারফরম্যান্স দেখে হতাশ পাক্তন ক্রিকেটাররা। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর সম্প্রতি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার ও অধিনায়ক রিকি প꧂ন্টিংয়ের এক গুঁয়েমির জন্য এই অবস্থা হয়েছে দিল্লি ক্যাপিটালসের।
আইপিএলের সম্প্রচার কারী সংস্থা স্টার স্পোর্টসের হয়ে একটি কলামে তিনি লিখেছেন, ‘আমরা এখন প্লেঅফে এসে গিয়েছি। আইপিএল ট্রফি ঘরে তোলার জন্য চারটি দল দাঁড়িয়ে আছে। আমরা কি এইবার এমন একটা দল পাবো যে আগে কখনও ট্রফি জিতেনি? নাকি যারা আগে জিতেছে তারা তাদের অভিজ্ঞতার সুবিধা পাবে? যারা বাদ পড়েছে তারা কꦏেন উন্নতি করতে পারল না এবং কেন তারা পিছিয়ে গে🧜ল তা নিয়ে ময়নাতদন্ত করা হবে। আদর্শভাবে ফাইনালের কয়েকদিন পর এই বিশ্লেষণ করা উচিত। ফলে তা যুক্তিযুক্ত হওয়ার সম্ভাবনা বেশি হয়। সবচেয়ে বড় কথা হল সৎ হতে হবে। যাতে কোনও বাধা ছাড়াই পরবর্তী নিলামের আগে কঠিন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।’
দিল্লির ব্যর্থতা টেনে এনে সানি বলেন, 'পয়েন্ট টেবিলের একদম শেষে শেষ করা দুই দলের ভেবে দেখার মতো অনেকগুলি বিষয় রয়েছে। তার মধ্যে দিল্লির কোচেরা বিশ্ব ক🧸্রিকেট ইতিহাসের সেরা দুই ব্যাটার। তবুও তাদের দল নীচের দিকে শেষ করেছে। এর অনেক কারণ থাকতে পারে। তবে প্রধান কারণ হলো, এই দুই তারকা ক্রিকেটারদের নিজেদের একটা অভাব রয়েছে যার ফলে নতুনদের কাছে গিয়ে নিজের সমস্যার কথা বলতে পারেনা। এই দুই প্রাক্তন ক্রিকেটারদের নিজেদের একটা উচ্চতা এবং তীব্রতা রয়েছে যার সঙ্গে দল মানিয়ে নিতে পারছে না। সত্যি বলতে এই দুই প্রাক্তন ক্রিকেটারের মতো করে ভাবা খুব একটা সহজ নয়।'
তিনি আরও বলেন, 'সরফারাজ খান, যশ ধুল এবং প্রিয়ম গর্গের মতো ক্রিকেটারকে খুব কমই সুযোগ দেওয়া হয়েছে। এইসব ক্রিকেটাররা খুব বেশি উন্নতির সুযোগ পাননি। তার একটা কারণ হতে পারে ভাষাগত সমস্যা। এরা প্রত্যেকে ভারতের বিভিন্ন কোনা থেকে আসে, ফলে ভাষাগত সমস্যা থেকেই যায়। তারপর ফর্মে থাকা অক্ষর প্যাটেলকে ব্যাটিং অর্ডারে তুলে না নিয়ে আসার একগোয়ামি লক্ষ্য করা যাচ্ছে। আমার মনে হꦍয়েছে চুক্তিপত্রে লেখা ছিল অক্ষর ব্যাটিং অর্ডারের ৭ নম্বর পজিশনের আগে ব্যাট করতে পারবে না। রবি শাস্ত্রী ভারতীয় দলের༺ কোচ থাকার সময় ওর ব্যাটিং তীব্রতা দেখে উপরে তুলে আনে। কিন্তু এখানে তা করা হয়নি।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।