অবশিষ্ট ভারত একাদশের হয়ে সরফরাজ খানের দুরন্ত ১৩৮ রান বাদ দিলে, ৮২ করেছেন অধিনায়ক হনুমা বিহারী। হাফ সেঞ্চুরি (৫৫) করেছেন সৌরভ কুমার। এ ছাড়া জয়ন্ত যাদব করেছেন ৩৭ রান। উমরান মালিক ১৬ꦉ করে অপরাজিত থাকেন। বাকিরা অবশ্য কেউ ১৫ রানে🧸র গণ্ডিই টপকাতে পারেননি। শেষ পর্যন্ত ৩৭৪ রানে অল আউট হয়ে যায় অবশিষ্ট ভারত একাদশ।
রবিবার সৌরাষ্ট্রের হয়ে সবচেয়ে সফল বোলার চেতন সাকারিয়া। তিনি বিধ্বংসী মেজাজে ম্যাচের দ্বিতীয় দিন ৫ উইকেট তুলে নেন। মূলত এ দিন অবশিষ্ট ভারত একাদশের হয়ে মিডল লোয়ার অর্ডারকে গুড়িয়ে দেন সাকারিয়া। তাতেও ২৭৬ রানের লিড নিয়ে অ্যাডভান্টেজে হনু༒মা বিহারীরা। দ্বিতীয় দিনের শেষে ৪৯ রানে ২ উইকেট হারিয়ে মারাত্মক চাপে সৌরাষ্ট্র। দ্বিতীয় দিনের শেষে ২২৭ রানে এগিয়ে অবশিষ্ট ভারত একাদশ।
আরও🌊 পড়ুন: চোখের পলকে ভাঙল উইকꦯেট, বুঝতেই পারলেন না ব্যাটার, ফের শিরোনামে উমরানের গতি-ভিডিয়ো
প্রসঙ্গত, সৌরাষ্ট্রের চেতনের ৫ উইকেট ছাড়াও জয়দেব উনাদকাট এবং চিরাগ জনি ২টি করে উইকেট নিয়েছেন। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হারভিক দেশাই (২০ রান) এবং স্ꦯনেল প্যাটেলের (১৬) উইকেট নিয়েছেন সৌরভ কুমার।
আরও পড়ুন: রঞ্জি ও দ❀লীপ ফাইনালের পরে এবার ইরানিতে ঝোড়ো শতরান সরফ🔥রাজের
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অবশিষ্ট ভারতের অধিনায়ক হনুমা বিহারি। আর সেই সুযোগ কাজে লাগিয়েই ১০০ রান🦄ের মধ্যে সৌরাষ্ট্রকে গুড়িয়ে দে💧য় মুকেশ-উমরানরা। ম্যাচের প্রথম দিন বাংলার মুকেশ কুমার (৪ উইকেট) এবং উমরান মালিক (৩ উইকেট) মিলে সৌরাষ্ট্রকে মাত্র ৯৮ রানে গুড়িয়ে দেয় অবশিষ্ট ভারত একাদশ। জবাবে ব্যাট করতে নেমে ৩৭৪ করে অবশিষ্ট ভারত একাদশ।
এখন যা পরিস্থিতি কোনও অঘ🌞টন না ঘটলে সৌরাষ্ট্রের হার বাঁচানোর সম্ভাবনা ক্ষীণ। সেই দিক থেকে আরও এক বার চ্য়া♋ম্পিয়ন হওয়ার পথে পা বাড়িয়ে রেখেছে অবশিষ্ট ভারত একাদশ। যা পরিস্থিতি তাতে দ্বিতীয় ইনিংসে হনুমা বিহারীদের ব্যাট করতে নামার সম্ভাবনা কম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।