যে টি🦩মের বোলিংয়ের সামনে কুপোকাত হয়েছেন হরমনপ্রীত কাউররা, সেই বোলিংয়ে উড়িয়ে চমকে দিলেন আয়ারল্যান্ডের মেয়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেই তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নিল। ২ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ পকেটে পুড়ে ফেলে আয়ারল্যান্ড।
🍌বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। যদিও শুরুতেই বেথ মুনির উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় অজিরা। একেবারেই প্রথম বলেই শূন্য হাতে সাজঘরে ফেরেন বেথ মুনি। তবে দলের হাল শক্ত হাতে ধরে অ্যাশলে হিলি এবং তাহিলা 🐎ম্যাকগ্রা। দ্বিতীয় উইকেটে ১১৬ রানের বড় স্কোর করে অস্ট্রেলিয়া। তাহিলা ৪৭ বলে ৫৬ করে রিটায়ার্ট হার্ট হন। তার পর পরেই রিটায়ার্ট হার্ট হন অ্যালিসা হিলিও। তিনি ৪০ বলে ঝড়ো ৬২ রান করেন।
আরও পড়ুন: T20 WC-এর প্রস্তুতি ম♓্যাচেই অজিদের🌸 উড়িয়ে দিয়ে চমকে দিলেন আয়ারল্যান্ডের মেয়েরা
আসলে প্রস্তুতি ম্যাচে পরবর্তী ব্যাটারদের খেলার সুযোগ দেওয়ার জন্যই রিটার্য়ার্ট হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই দুই তারকা। এর পর 🦂খুঁটি হয়ে দাঁড়ান এলিসা পেরি। তিনি ২০ বলে অপরাজিত ৪০ করেন। এর♔ বাইরে গ্রেস হ্যারিস শূন্যতে সাজঘরে ফেরেন। মেগ ল্যানিং চার করে আউট হন। অ্যাশলে গার্ডনার ৫ করে অপরাজিত থাকেন।
নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। আয়ারল্য়ান্ডের ওরলা প্রেন্ডারগাস্ট ২ উইকেট নিয়েছেন। আর্লিন কেলি ১ উই🐎কেট 🧜নিয়েছেন।
আর෴ও পড়ুন: অ্যাওয়ে সিরিজ খেলার চ্যালেঞ্জ এটাই- পিচ নিয়ে ঢোঁক গিললে💞ও, মচকাতে রাজি নন কামিন্স
জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৯ রান তুলে ফেলেন আয়ারল্যান্ডের মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন আইরিশ অধিনায়ক লউ𝓀রা ডেলানি। ২৮ বলে ৩২ করেন তিনি। এ ছাড়া ২৬ করে করেছেন অ্যামি হান্টার এবং ওরলা প্রেন্ডারগাস্ট। লুইস লিটল ২১ করেন। আয়ারল🎃্যান্ডের কোনও ক্রিকেটারই ৫০ রানের গণ্ডি টপকাতে পারেননি ঠিকই। তবে কমবেশি প্রত্যেকেই রান করেছেন। যে কারণে তাঁরা অস্ট্রেলিয়াকে ছাপিয়ে গিয়েছেন।
অজিদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মেগা🐎ন এবং অ্যালানা কিং। একটি করে উইকেট নিয়েছেন জেস জোনাসেন, তাহিলা ম্যাকগ্রা এবং হেতার গ্রাহাম। ৩ উইকেটে অজিদে෴র হারিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছেন আইরিশ মেয়েরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।