মাত্র কয়েক সপ্তাহ আগেই ডোপিংয়ে নাম জড়ানো বিতর্ক কম হয়নি ইতালির তারকা টেনিস খেলোয়াড় জ্যানিক সিনারকে নিয়ে। বছরের শুরুটা সিনার করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন জয় দিয়ে, আর শেষটা তিনি করলেন ইউএস ওপেন জিতে। পুরুষদের সিঙ্গলসে স্ট্রেট সেটে তিনি উড়িয়ে দিলেন ঘরের ছেলে টেলর ফ্রিটজকে। কখনই মনে হয়নি, বিশ্বের এক নম্বর তারকার পক্ষে ম্যাচটা কঠিন হতে পারে, তৃতীয় সেটে ফ্রিটজ একটু লড়াই দিলেও সিনার কিছুক্ষণের মধ্যেই স্বমহিমা🍎য় ফেরেন, এবং জিতে নেন তৃতীয় অর্থাৎ ফাইনাল সেট। এটি ইতালিয়ান তারকার কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম। মার্কিন যুক্তরাষ্ট্রের এই গ্র্যান্ডস্লামে প্রথম ইতালিয়ান হিসেবে শিরোপা জিতলেন ২৩ বছর বয়সী সিনার।
প্রায় ২৩ হাজার দর্শকের সামনে ক্যালিফোর্নিয়ার টেলর ফ্রিটজের জন্য মঞ্চ প্রস্তুত ছিল,🔯 ২০০৩ সালের পর প্রথম মার্কিন হিসেবে ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসে শিরোপা জেতার, কিন্তু লড়াই দিলেও সেই স্বপ্নপূরণ করতে পারলেন না তিনি। প্রথম সেট ৬-৩ ফলে এবং দ্বিতীয় সেট ৬-৪ ফলে জিতে নেন জ্য়ানিক সিনার। তৃতীয় সেটে তুলনায় একটু লড়াই হলেও সেই সেটও সিনার পকেটে পোড়েন ৭-৫ ফলে।
আন্দ্রে আগাসি ইউএস ওপেনের শিরোপা তুলে দেন জ্যানিক সিনারের হাতে। ঐতিহাসিক শিরোপা জয়ের পর ২৩ বছর বয়সী ইতালির টেনিস তারকা বলছেন, ‘এই গ্র্যান্ডস্লামটা আমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার কেরিয়ারের সাম্প্রতিক💟 সময়টা সহজ ছিল না, তবে আমায় আমার দল এবং পরিবার খুব সাহায্য করেছে। আমি টেনিস ভালোবাসি, তবে কোর্টের বাইরেও আমার একটা💙 জীবন আছে। আমার কাকিমার শরীর ভালো নয়, তাই আমি এই শিরোপা তাঁকেই উৎসর্গ করতে চাইব। আমি জানিনা কতদিন তাঁকে আর আমি দেখতে পাব, তাই তাঁর সঙ্গেই এই শিরোপা আমি ভাগ করে নিতে চাই ’।
চলতি বছরের চারটি শিরোপা ভাগাভাগি করে নিলেন ২৩ বছর বয়সী সিনার এবং ২১ বছর বয়সী কার্লোস আলকারাজ। অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন জি🅘তলেন ইতালিয়ান স🀅িনার। মাঝে ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন জেতেন কার্লোস আলকারাজ। ফলে রাফা-জোকার-ফেডেরার দ্বৈরথের মতোই আগামী দিনে যে সিনার-আলকারাজ দ্বৈরথও দেখা যাবে বহুদিন ধরে, তা আশা করাই যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।