শট পাটে এফ৫৭ ইভেন্টে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন ভারতীয় হোকাতো হোতোজে সেমা। ভারতীয় সেনায় কাজ করার সময় হাবিলদার সেমা নিজের পা খ🌠োয়ান। জম্মু কাশ্মীরে ল্যান্ডমাইন ব্লাস্টের উড়ে যায় তাঁর পা। এরপর জীবন যুদ্ধ জিতে প্যারালিম্পিক্সে এসে স্বপ্নপূরণ করেছেন নাগাল্যান্ডের এই ক্রীড়াবিদ। একটা কথা ভারতের খুব প্রচলিত, ‘আ সোলজার ইজ অলওয়েজ অন ডিউটি ’, অর্থাৎ একজন সৈনিক সবসময়ই নিজের কর্তব্যের মধ্যেই থাকে। সেনা বাহিনীর সেমা দেশের হয়ে পদক জিতে ভারতকে গৌরবান্বিত করে সেই কথাটাই যেন আরও একবার প্রমাণ করে দিলেন। এরপর তিনি জানালেন, কীভাবে তাঁর অতীতের জীবন কেটেছে। আজকের দিনটা দেখার জন্য তাঁর স্ত্রী কতটা আত্মত্যাগ করেছেন এতদিন ধরে, সেই গল্প জানলে অবশ্য চোখে জল চলে আসতে বাধ্য সকলের।
আরও পড়ুন-ISL-এ লাগু নয়া নিয়ম! লালকার্ডের বিরুদ্ধে ꧑আবেদন জানাতে পারবে ফুটবলাররা! আসছে না VAR…
প্যারালিম্পিক্সে পুরুষদের শট পাট এফ৫৭ ইভেন্টে ১৪.৬৫ মিটার দূরত্বে থ্রো করে দেশকে এবারের ইভেন্টের ২৭তম পদকটি এনে দেন তিনি। নাগাল্যান্ডের 🀅তিনিই প্রথম ক্রীড়াবিদ যিনি প্যারালিম্পিক্সে পদক জিতলেন, ফলে তাঁর এই পারফরমেন্সে যে তাঁর রাজ্যের প্রতিভারাও আগামী দিনে উদ্বুদ্ধ হবে সেকথা বলাই বাহুল্য। সেমার এমন কৃতিত্বের পর তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুররাও শুভেচ্ছা জানিয়েছেন।
ভারতীয় সেনাবাহিনীতে কর্তব্যরত অবস্থায় পা খোয়ানো এই ক্রীড়াবিদ প্যারালিম্পিক্সে পদক জয়ের পর বললেন কীভাবে তাঁর জীবন সংগ্রামে পাশে থেকেছেন স্ত্রী। সেমা বলছেন, ‘আজকের এই পদকটা আমি আমার স্ত্রীকে উৎসর্গ করব। ও আমার জন্য অনেক কিছু করেছে। একটা সময় ছিল যখন আমরা দুবেলা খাওয়ার মতꦿো অর্থ উপার্জন ক♚রতে পারতাম না। তখন আমি যাতে ট্রেনিং চালিয়ে যেতে পারি, তাই ও নিজে একবেলা খেয়ে আমায় দুবেলা খেতে বলত। আমি যতবার জীবনে পড়ে গেছি, ও আমায় হাত বাড়িয়ে দিয়েছে, যাতে ওই হাত ধরে আমি উঠে দাঁড়াতে পারি ’।
হোকাতো সেমার মুখে তাঁর স্ত্রীর এই কাহিনি শোনার পর সত্যিই বোঝা যাচ্ছে, একজন সেনা কর্মির পাশাপাশি তাঁর স্ত্রীয়েরও কতটা দেশের প্রতি দায়বদ্ধতা এবং আত্মত্যাগ থাকে। একজন ♊সৈনিক স্ত্রী হওয়াও যে মুখের কথা নয়, সেটাও বোঝা গেল। নিজের রূপকথা রচনার দিনে তাই স্ত্রীকেই তাঁর কৃতিত্ব দিলেন সেমা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।