আবারও রাজনৈতিক নেতার সন্তানের বেপরোয়া গাড়ি চালানোর খেসারত নিজের জীবন দিয়ে দিতে হল এক আম আদমিকে। এবারের ঘটনাস্থꦑল দক্ষিণী রাজ্য কর্ণাটক। সেখানে এক কংগ্রেস নেতার ছেলের বিরুদ্ধে এক বাইকচালককে নিজের গাড়ির চাকায় পিষে মারার অভিযোগ উঠেছে। দুর্ঘটনার মূহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যম ও সোশাল 💞মিডিয়ায়।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, হিন অ্য়ান্ড রানের এই ঘটনাটি ঘট🦩ে বুধবার ভোরে। এক মোটরবাইক চালককে সামনে থেকে প্রথমে ধাক্কা মারা হয় এবং তাঁর উপর দিয়েই সেই এসইউভি চালিয়ে দ্রুত গতিতে চম্পট দেন ঘাতক চালক!
এই ঘটনার একদিন পর প্রজ্জ্বল শেট্টি নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ২৬ বছরের প্রজ্জ্বলই এই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি🧸 করা হচ্ছে। তিনি কংগ্রেস নেতা দেবীপ্রসাদ শেট্টির ছেলে।
সংশ্লিষ্ট দুর্ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত এক আধিকারিক সংবাদমা🧸ধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনার সময় প্রজ্জ্বলই ওই এসইউভি-টি চালাচ্ছিলেন। বুধবার ভোর ৫টা নাগাদ তিনি ওই বাইকচালককে ধাক্কা মারেন এবং তাঁকে পিষে দিয়ে সেখান থেকে পালিয়ে যান।
ওই এলাকার একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় সেই ঘটনা রেকর্ড হয়ে যায়। তাতে দেখা গিয়েছে, উলটো দিক থেকে অত্যন্ত দ্রুত গতিতে আ🅷সা চারাচাকার গাড়িটি এ♒কটি মোটরবাইককে ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছে!
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনায় নিহত যুবকের নাম মহম্মদ হুসেন। ৩৯ বছরের মহম্মদ এই দুর্ঘটনায় গুরুতর জখম হন। তাঁকে স্থানীꦿয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়♛নি। একদিন পর মৃত্যু হয় তাঁর।
দুর্ঘটনার পরদিন, অর্থাৎ - বৃহস্পতিবারই প্রজ্জ্বলকে গ্রেফতার করে পুলিশ। যদিও সংশ্লিষ্ট সূত্র উদ্ধৃত করে দাবি 💟করা হচ্ছে, গ্রেফতার হওয়ার কিছুক্ষণের মধ্যেই জামিন পেয়ে যা🎉ন তিনি।
প꧋্রসঙ্গত, প্রজ্জ্বলের বাব🔯া দেবীপ্রসাদ শেট্টি একজন জনপ্রিয় কংগ্রেস নেতা। উডুপির বেলাপু গ্রামীণ এলাকায় তাঁর যথেষ্ট জনভিত্তি রয়েছে।
উল্লেখ্য, গত মাসে নিকটবর্তী সৈকত নগরী ম্যাঙ্গালুরুতেও হিট অ্যান্ড রানের ঘটনা ঘটে🅷ছিল। দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উঠে যায় ফুটপাথে। সেই ঘটনায় এক মহিলার মৃত্যু হয় এবং চা🐈রজন গুরুতর জখম হন।
এছাড়াও, গত জুলাই মাসে হাড়হিম করা একটি দুর্ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়। তাতে দেখা যায়, দ্রুত গতিতে চলা একটি গাড়ি সোজা গিয়ে একটি বাইক এবং দুই পড়ুয়াকে ধꩵাক্কা মারে। ঘটনাটি ঘটে রাইচুড় জেলায়।
যদিও সেই ঘটনার জন্য বাইকচালকই দায়ী💦 ছিলেন বলে দাবি করা হয়। কারণ, তিনি আগু-পিছু কিছু না দেখেই হঠাৎ ইউ-টার্ন করেন। তার জেরেই দুর্ঘটনা ঘটেꦑ।
এছাড়াও, সাম্প্রতিক বিভিন্ন হꦦিট অ্য়ান্ড রানের ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সন্তান ও আত্মীয়ের নাম জড়িয়েছে।