পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সময়ে বেশ সমস্যা ও বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছে। ওডিআই বিশ্বকাপ ২০২৩ এ বছর ভারতে অনুষ্ঠিত হবে, কিন্তু পাকিস্তান সেই বিশ্বকাপে অংশ নেবে কিনা তা নি🍰য়ে উঠেছে প্রশ্ন। কারণ পাকিস্তান ক্রিকেটের মাঝ𝓀েই সেই দেশের রাজনৈতিক সমস্যা বর্তমানে শিরোনাম উঠে এসেছে। এর মাঝেই পাকিস্তানের মিডিয়া এমন একটি কাজ করল যা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
লাইভ শোতে ইমরান খানেরর ছবি অস্পষ্ট করল পাকিস্তানের মিডিয়া। এরপরেই স🌌মালোচনায় নেমে পড়লেন জাভেদ মিয়াঁদাদ। নিজের স্টাইলেই জবাব দিলেন তিনি। এই সময়ে তিনি ১৯৯২ বিশ্বকাপ জয়ের একটি ছবি পোস্ট করলেন প্রাক্তন পাক ক্রিকেটার। যেখানে তিনি ইমরানের ছবি অস্পষ্ট করে দিলেন। এভাবেই বর্তমান পাক সরকারকে একহাত নিলেন জাভেদ মিয়াঁদাদ।
আসলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খানকে ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আ𝔍সলে টিভিতে ইমরান খানের ছবি ঝাপসা করে দেওয়া হয়েছ𝓰িল। এরপরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। ৭ জুলাই আইএমএফ সভার সরাসরি সম্প্রচারের সময় ঘটনাটি ঘটেছিল। নিউজ চ্যানেল এআরওয়াই বৈঠকের ফুটেজ সম্প্রচার করেছিল কিন্তু তারা ইমরান খানের ভিজ্যুয়াল সেন্সর এবং অস্পষ্ট করে দিয়েছিল।
যদিও আইএমএফ প্রতিনিধি এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশির দৃশ্যগুলি মোটেও সেন্সর করা হয়নি। এআরওয়াই চ্যানেলের এই কাজের পর তাদের নিয়ে তীব্র সমালোচনাও হচ্ছে। এবার এ নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। উল্লেখ্য, সম্প্রতি ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। ইমরান খানকে গ্রে🌠ফতারের পর তার ওপর সেন্সরশিপ আরোপ করার কথা বলা হয়েছে। যে কারণে নিউজ চ্যানেলটি ✱ইমরান খানের ভিজ্যুয়ালকে ঝাপসা করে দিয়েছিল।
ইমরান খানের সঙ্গে এই ঘটনার ꧒প্রতিক্রিয়া জানিয়ে, প্রাক্তন পাকিস্তানি খেলোয়াড় জাভেদ মিয়াঁদাদ ১৯৯২ সালে ইমরান খানের বিশ্বকাপ তুলে নেওয়ার একটি মর্ফড ছবি শেয়ার করেছিলেন। মিয়াঁদাদ বলছেন, ‘বর্তমান সরকারের আমলে ইমরান যদি এই টুর্নামেন্ট জিততেন, তাহলে তারা ইমরানের ট্রফি তোলার ছবিও ঝাপসা করে দিত।’ এরপরে সোশ্যাল মিডিয়া ও পাকিস্তানে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে।
পাকিস্তান ক্রিকেট দলের কথা বলার সময়, দলটি শীঘ্রই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে প্রস্তুত। শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্য🔯াম্পিয়নশিꦐপ চক্র শুরু করবে পাকিস্তান। এরপর সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ২০২৩-এর প্রস্তুতি শুরু করবে দলটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।