যুজবেন্দ্র চﷺাহাল কতটা মজাদার চরিত্র, ভারতীয় ক্রিকেটমহলের সেটা অজানা নয়। সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয় টিম ইন্ডিয়ার তারকা স্পিনারকে তেমনই মজাদার ভঙ্গিতে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাল তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস।
২০২০ সালের ২২ ডিসেম্বর ইউটিউবার তথা কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন যুজবেন্দ্র। বৃহস্পত༒িবার ছিল চাহাল-ধনশ্রীর দ্বিতীয় বিবাহবার্ষিকী। সঙ্গত কারণেই অনুরাগীদের পাশাপাশি ভ💧ারতীয় ক্রিকেটমহলের অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানান চাহাল দম্পতিকে। সব থেকে নজর কাড়ে রাজস্থান রয়্যালসের অভিনন্দন বার্তা।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় বলিউড মুভি 'হাম সাথ সাথ হ্যায়'র 'শুনোজি দুলহন' গানটিকে ব্যবꦉহার করে তারা ধনশ্রীকে পরিচয় করিয়ে দেয় রয়্যালস সংসারের সদস্যদের সঙ্গে। সেখানে জোস বাটলারকে ধনশ্রীর শ্বশুর হিসেবে বর্ণনা করা হয়েছে। বাটলার স্ত্রী লুইসকে দেখানো হয়েছে শাশুড়ি হিসেবে। অশ্বিনের স্ত্রী প্রীতিকে দেখানো হয়েছে ননদ হিসেবে এবং অশ্বিন🌜 পরিণত হয়েছেন নন্দাইয়ে।
আরও পড়ু💛ন:- IPL 2023 Auction: সব থেকে বেশি টাকা হাতে নিয়ে নিলামে ক্যাপ🅘্টেনের খোঁজে নামবে SRH
বলাবাহুল্য, ভিডিয়োটি যারপরনাই আপ্লুত করে রজস্থান অনুরাগীদের। এমন মজাদার ভিডিয়ো চোখ এড়ায়নি যুজবেন♑্দ্র ও ধনশ্রীর। তাঁরা দ♊ু'জনেই প্রতিক্রিয়া জানান। এমন ভিডিয়ো এডিট করার জন্য চাহাল সাধুবাদ জানান টুইটার অ্যাডমিনকে।
উল্লেখ্য, নতুন মরশুমের জন্য চাহালকে নিজেদের স্কোয়াডে ধরে রাখে রাজস্থান রয়্যালস। তবে তারা ছেড়ে দেয় ন্যাথন কুলটার-নাইল, জিমি নিশাম, রাসি ভ্যান ডার দাসেন, ডারিল ম🃏িচেল, করুণ নায়ার, অনুনয় সিং, করবিন বশ, শুভম গারওয়াল ও তেজস বারোকাকে।
আপাতত রাজস্থানের স্কোয়াডে রয়েছেন ১৬জন ক্রিকেট🌜ার। চাহাল ছাড়াও তারা ধরে রেখেছে 🗹সঞ্জু স্যামসন, যশস্বী জসওয়াল, শিমরন হেতমায়ের, দেবদূত পাডিক্কাল, জোস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রসিধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, নভদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন ও কেসি কারিয়াপ্পাকে।
শুক্রবার আইপিএলের নিলাম থে🥂কে সর্বোচ্চ ৯ জন ক্রিকেটার কিনতে পারবে রাজস্থান। তাদের হাতে রয়েছে ১৩ কোটি ২০ লক্ষ টাকা। কেবল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৮ কোটি ৭৫ লক্ষ) ও কলকাতা নাইট রাইডার্স (৭ কোটি ৫ লক্ষ) রাজস্থান রয়্যালসের থেকে কম টাকা নিয়ে নিলামের টেবিলে বসবে। হাতে পর্যাপ্ত টাকা না থাকা সত্ত্বেও স্কোয়াডের বেশ কয়েকটি ফাঁকফোকর বোজাতে হবে রয়্যালস ▨শিবিরকে। মাত্র চারজন বিদেশি রয়েছেন রাজস্থান রয়্যালসের স্কোয়াডে। নিলাম থেকে আরও ৪ জন বিদেশি ক্রিকেটার নিতে হবে তাদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।