ওপেনিংয়ে বরাবরই স্বচ্ছন্দ কে এল রাহুল। তবে দলের স্বার্থে মিডল অর্ডারে নামতে হয়েছে। নতুন পজিশনে কীভাবে ব্যไাট করবেন, কীভাবে দলের ইনিংস গড়বেন তা আরও ভালো করে বুঝতে কথা বলেছেন বিরাট কোহলির সঙ্গে। দেখেছেন স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনের ভিডিয়ো। রাহুল নিজেই জানিয়েছেন সে কথা।
আরও পড়ুন : কেমন আছে রোহিতের চোট? জানালেন বিরাট
গতকাল রাজকোটে তাঁর ৫২ বলে ৮০ রানের সৌজন্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪০ রান তোলে ভারত। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন। মিডল অর্ডারে কীভাবে সাফল্যে এল? কীভাবে অ্যাডজাস্ট করেন রাহুল? ওপেনিং থেকে মিডল অর্ডারে খেলার জন্য কী প্রস্তুতি নিয়েছিলেন? এনিয়ে ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, 'টেকনিক্যালি খুব একটা আলাদা অনুশীলন করেছি বলে মনে হয় না। অনেক মিডল অর্ডার ব্যাটসম্যানের সঙ্গে কথা বলেছি আমি। অনেক ভিডিয়ো দেখেছি। বিরাটের সঙ্গে অনেক কথা বলেছি। এবি ডিভিলিয়ার্স ও স্টিভ স্মিথের ভিডিয়ো দেখে বোঝ🌟ার চেষ্টা করেছি, কীভাবে ওরা নিজেদের ইনিংস গড়েছেꦛ।'
আরও পড়ুন : রাজকোটে অজি-দর্প চূর্ণ কর♋ে সিরিজে ফিরল টিম ইন্ডিয়া
তবে কেন উইলিয়ামসনে মুগ্ধ রাহুল। তাঁর কথায়, 'কেন উইলিয়ামসন এমন একজন যাঁর (ব্যাটিংয়ের) ভিডিয়ো আমি দেখেছি। কীভাবে ও নিজের ইনিংস গড়েছে, বিভিন্ন পরিস্থিতিতে খেলেছে, তা দেখেছি। কীভাবে নিজের খেলা ব্যবহার ক🐠রতে পারব ও কয়েকটি পরিস্থিতিতে কীভাবে আরও ভালো হব, সেটাই একমাত্র শেখার চেষ্টা করছি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।