উপচে পড়ছে মাঠ। মাঠের বাইরেও গাছ, মোবাইল টাওয়ার থেকে দর্শকরা দেখছেন খেলা। ঘরোয়া ক্রিকেটে এরকম সাধারণত দেখা যায় না। কিন্তু সেরকমই ঘটনার সাক্ষী রইল রবিবারের﷽ সুরাট। টানটান উত্তেজনার ম্যাচে শেষপর্যন্ত তাম𓄧িলনাড়ুকে এক রানে হারিয়ে দ্বিতীয়বার সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট জিতল কর্নাটক।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮০ রান করে কর্নাটক। অধিনায়ক মণীশ পাণ্ডে ৪৫ বলে অপরাজিত ৬০ করেন। অন্যদের মধ🎃্যে ভালো রান পেয়েছেন রোহন কাদাম (৩৫), দেবদূত পাদিক্কাল (৩২) এবং কেএল রাহুল (২২)। রাহুল এবং মায়াঙ্ক আগরওয়ালকে পরপর দুবলে আউট করে অশ্বিন কর্নাটককে বিপদের মুখে ফেলে দিয়েছিলেন। কিন্তু মণীশ পাণ্ডের অধিনায়কোচিত ইনিংসের ফলে অনেকটা চাপমুক্ত হয়ে কর্নাটক।
তামিলনাড়ুর ইনিংস অবশ্য প্রথম থেকেই নাটকীয়তায় মোড়া। দশ ওভারের মধ্যে চার উইকেট নিয𒀰়ে চালকের আসনে চলে আসে কর্নাটক। কিন্তু🍸 তখনই বিজয় শংকর ও বাবা অপরাজিতের হাত ধরে ঘুরে দাঁড়ায় তামিলনাড়ু। ১৯তম অপরাজিত আউট হওয়া্র পরেই ম্যাচে ফেরে কর্নাটক।
শেষ ওভারে ℱদরকার ছিল ১৩। প্রথম দুই বলেই চার মারেন অশ্বিন। কিন্তু তারপরেই নাটকীয় মোড়।
রান আউট হন বিপজ্জনক শংকর। শেষ বলে তিন রান দরকার ছিল। কিন্তু কৃষ্ণাপ্পা গৌতমের বলে মাত্র এক রান নিতে পারেন মুরুগ্গান অশ্বিন। রুদ্ধশ্বাস উত্তেজনাপূর্ণ ম্যাচে একরানে পর꧑াজিত হয় তামিলনাড়ু।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।