অব🐓শেষে অবশেষে নিঁখোজ বাবাকে খুঁজে পেলেন কেদার যাদব। নিজের সোশ্যাল মিডিয়াতে সেই ছবি পোস্ট করেছেন তিনি। সকাল থেকে নিজের বাবাকে খুঁজে পাচ্ছিলেন না কেদার যাদব। শেষ পর্যন্ত এদিন রাতে নিজের সোশ্যাল মিডিয়া𝕴তে বাবার ছবি পোস্ট করেন তিনি। তাতেই সকলকে ধন্যবাদ জানিয়েছেন কেদার যাদব।
চলুন দেখে নেওয়া যাক আসল ঘটনাটা কী?
ভারতীয় ক্রিকেটার কেদার যাদবের বাবা নিখোঁজ হয়েছেন। এ নিয়ে নিখোঁজ রিপোর্ট দায়ের করেছেন এই তারকা ক্রিকেটার। কেদার যাদব এবং মহাদেব যাদব পুনে শহরের কোথরোড এলাকার বাসিন্দা। ২০২০ সালে কেদার যাদব তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন, তার পর থেকে ত𓆏িনি দলের বাইরে চলে গিয়েছেন। ভারতীয় ক্রিকেটার কেদার যাদব তাঁর জীবনের সবচেয়ে খারাꦿপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁর বৃদ্ধ বাবা মহাদেব যাদব মহারাষ্ট্রের পুনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন।
আরও পড়ুন… IPL 2023ꦚ: ধোনি কি ফ্লপ করবেন? আকাশ চোপড়ার⛦ কথায় মিলল সেই ইঙ্গিত
মহাদেব যাদব ২৭ মার্চ সকাল ১১.৩০ মিনিট থেকে পুনের কোথরোড এলাকা থেকে নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে। প্রায় ৭৫ বছর বয়সী মহাদেব যাদব সকাল ১১.৩০ মিনিট নাগাদ একটি রিকশা নিয়েছিলেন, তারপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে। পরিবারের অভিযোগে থানায় একটি নিখোঁজ মামলা করা হয়েছে। কেদার যাদব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি শেয়ার করেছেন। সেখানে তিনি একটি ঠিকানা নম্ব﷽রও শেয়ার করেছেন। মহাদেবের ছবি সম্বলিত এই 🎃প্রতিবেদনটি পুনের অন্যান্য থানায় দেওয়া হয়েছে। এখন কেদার যাদবের বাবার খোঁজ চালান হচ্ছে।
আরও পড়ুন… হার্দিক পান্ডিয়াকে নিয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে! দাবি আ🐬🌟ব্দুর রজ্জাকের
নিখোঁজ রিপোর্ট অনুসারে, মহাদেব যাদব ৫ ফু💃ট ৬ ইঞ্চি লম্বা। তার মুখের বাম পাশে একটি অস্ত্রোপচারের দাগ রয়েছে। তার গꦿায়ে একটি সাদা শার্ট, ধূসর ট্রাউজার, কালো চপ্পল, স্টকিংস এবং চশমা ছিল। বলা হচ্ছে তিনি মারাঠি ভাষায় কথা বলেন। তাঁর ডান হাতের আঙুলে দুটি সোনার আংটি রয়েছে। তাঁর কাছে কোনও মোবাইল ফোন ছিল না। কিছু প্রতিবেদনে তার ফোন বন্ধ বলে জানা গিয়েছে।
অলঙ্কার থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর রাজেন্দ্র সাহানের নেতৃত্বে একটি দল নিখোঁজ ব্যক্তির সন্ধান শুরু করেছে। আধিকারিক আবেদন করেছিলেন যে মহাদেব যাদবের সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে পুনে সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। অবশেষে অবশেষে নিঁখোজ বাবাকে খুঁজে পেলেন কেদার যাদব। নিজের সোশ্যাল মিডিয়াতে সেই ছবি পোস্ট করেছেন তিনি। সকাল থেকে নিজের বাবাকে খুঁজে পাচ্ছিলেন না কেদার যাদব। শেষ পর্যন্ত এদিন রাতে নিজের সোশ্যাল মিডিয়াতে বাবার ছ♕বি পোস্ট করেন তিনি। তাতেই সকলকে ধন্যবাদ জানিয়েছেন কেদার যাদব।
ডানহাতি ব্যাটিং অলরাউন্ডার কেদার যাদবের কথা বলতে গেলে তাঁর বয়স ৩৮ বছর। যাদব, যিনি একজন ডানহাতি লোয়ার অর্ডার ব্যাটসম্যান ছিলেন, তাঁর অদ্ভুত স✱্পিন বোলিং অ্যাকশনের জন্যও বিখ্যাত ছিলেন। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডেতে অভিষেক করেছিলেন এবং ২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেক হওয়া এই খেলোয়াড় দীর্ঘদিন ধরে দলের বাইরে ছিলেন। ভারতীয় জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচটি হয়েছিল ২০২০ সালে খেলেছিলেন তিনি। এমনকি আইপিএলে এখনও কোনও দলই তাঁর প্রতি আগের মতো বিশ্বাস দেখায়নি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT A💖pp থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্♉ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।