মহম্মদ শামি কি এখনই অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন? নাকি বাংলার হয়ে আরও কয়েকটি ম্যাচ খেলবেন ভারতের তারকা পেসার? আপাতত সেই জল্পনা চলছে। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী, এখনই শামি অস্ট্রেলিয়ায় যাচ্ছেন না। রঞ্জি ট্রফিতে ভালো বল করলেও চোট সারিয়ে মাঠে ফেরার পরে তড়িঘড়ি তাঁকে পার্থে নামিয়ে দেওয়ার পক্ষপাতী নয় ভ♚ারতীয় টিম𓂃 ম্যানেজমেন্ট। সেই পরিস্থিতিতে বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও শামি খেলতে পারেন বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে কমপক্ষে দুটি ম্যাচে খেলতে পারেন শামি।
ইন্দোর থেকে বেঙ্গালুরুতে উড়ে গিয়েছেন শামি
সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্দোরে বাংলার রঞ্জি ম্যাচ শেষ হওয়ার পরে সোজা বেঙ্গালুরুতে চলে গিয়েছেন শামি। আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) ট্রেনিং করবেন। সেখান থেকেই সরাসরি বাংলা দলে যোগ দেবেন। ইতিমধ্যে শামি বাংলার টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন যে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সৈয়দ মুস্তাক🤡 আলি ট্রফিতে খেলবেন।
T20-তে খেলবেন শামি
আগামী ২৩ নভেম্বর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার প্রথম ম্যাচ। অর্ꦆথাৎ যেদিন থেকে পার্থ টেস্ট শুরু হবে, তার পরদিনই প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলা। সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে, শামি বাংলার প্রথম ম্যাচে খেলবেন। মাঠে নামবেন দ্বিতীয় ম্যাচেও। যা আগামী ২৫ নভেম্বর আছে। তারপর বিবেচনা করা হবে যে তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে কিনা। আপাতত বিষয়টি নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে নির্বাচকদের কোনও আলোচনা হয়নি বলে সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জা🥃নানো হয়েছে।
শামি যদি ২৫ নভেম্বরের ম্যাচ খেলে অস্ট্রেলিয়ায় উড়ে য✃ান, তাহলে কোন টেস্টে খেলতে পারবেন? অস্ট্রেলিয়ায় প্রথম এবং দ্বিতীয় টেস্টের মধ্যে লম্বা একটা বিরতি রয়েছে। আগামী ২৬ নভেম্বর পার্থ টেস্ট শেষ হওয়ার কথা আছে। আর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৬ ডিসেম্বর থেকে। ফলে ২৫ নভেম্বর বাংলার হয়ে🧸 খেলে অস্ট্রেলিয়ায় উড়ে গিয়ে অ্যাডিলেড টেস্টে খেলার জন্য শামি পর্যাপ্ত সময় পাবেন বলে মনে করা হচ্ছে। যদিও পুরোটাই নির্ভর করছে তাঁর ম্যাচ ফিটনেসের উপরে। কতটা ওয়ার্কলোড নিতে পারেন, সেটাও দেখে নেওয়া হবে।
শামির পারফরম্যান্সে হাসি ফুটবে নির্বাচকদের
এমনিতে প্রায় এক বছর পরে মাঠে ♉ফিরে🐼 যেভাবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে শামি খেলেছেন, তা নির্বাচকদের মুখে হাসি ফোটাবে। ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৯ ওভার বল করেছেন শামি। ৫৪ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ২৪.২ ওভার বল করে ১০২ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন ভারতের তারকা পেসার।
আবার দ্বিতীয় ইনিংসে ১০ নম্বরে নেমে গুরুত্বপূর্ণ ৩৭ রান করেন শামিꦜ। যা ম্যাচের ফারাক গড়ে দিয়েছে। কারণ বাংলা জিতেছে ১১ রানে। সেইসঙ্গে যেভাবে শামি ছয়-সাত ওভারের স্পেলে বোলিং করেছেন, তা যে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল টিমের প্রধান নীতীন প্যাটেলকে সন্তুষ্ট করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।