বিশ্বের কিংবদন্তি লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করতে না পেরে আফসোস করেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। কিং কোহলি তাঁর ব্র্যান্ড-এর একটি বিজ্ঞাপনের শুটিংয়ে এ কথা বলেছেন। কোহলি নিজেই তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। তাতেই কোহলিকে এমন কথা বলতে শোনা গেল। লতা মঙ্গেশকরের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিরাট কোহলি বলেন, ‘আমি লতাজ🙈ির সঙ্গে দেখা করার সৌভাগ্য পাইনি। আমি যদি তার সঙ্গে দেখা করতে পারতাম এবং তাঁর জীবন সম্পর্কে আরও জানতে পারতাম তাহলে খুব ভালো হত।’
গত বছরের ফেব্রুয়ারিতে ৯২ বছর বয়সে মারা যান লতা মঙ্গেশকর। উল্লেখযোগ্যভাবে, লতা ক্রিকেটের একজন বড় ভক্ত ছিলেন এবং তাঁকে অনেকবার স্টেডিয়ামে ম্যাচের সময় দেখা গিয়েছিল। ভারতীয় দলকে উৎসাহিত করতে মাঝে মাঝে মাঠে আসতেন লতা মঙ্গেশকর। কোহলি এই বিজ্ঞাপনে আরও অনেক কথা বলেছেন। তাঁর চোখের পলক ফেলার সবচেয়ে দীর্ঘ সময় সাড়ে তিন মিনিট। ৯ ফেব্রুয়ারি শুরু হ❀তে যাওয়া বর্ডার-গাভাসকর ট্রফি-তে মাঠে ফিরবেন কোহলি। তাঁর আগে কোহলিকে একটি মজার প্রশ্ন উত্তর পর্বে দেখা গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই কথোপকথনে ক༺ী প্রশ্ন উত্তর পর্ব চলে ছিল।
আরও পড়ুন… আল নাসেরের সঙ্গে ক্রিশ্চিয়ানো র𝔉োনাল্ড🐲োর সম্পর্কে কি ফাটল! এই ভিডিয়ো ঘিরেই শুরু বিতর্ক
একটি ব্র্যান্ড প্রচার ভিডিও চলাকালীন জিজ্ঞাসা করা কিছু আকর্ষণীয় প্রশ্নের উꦇত্তর দিয়েছেন। নীচে বিরাট কোহলিকে করা প্রশ্নের উত্তর দেওয়া হল।
প্রশ🐈্ন: ১৬ বছর বয়সী বিরাট কোহলিকে আপনি কী পরামর্শ দিতে চান?
বিরাট কোহলি: বিশ্বকে আরও একটু জানুন, আপনার ম🐬নকে আরও একটু খুলুন এবং স্বীকার করুন যে দিল্লির বাইরেও জীবন আছে।
পꦅ্রশ্ন: কোন জায়গায় 🧸এবং কোথায় আপনি সবচেয়ে বেশি আনন্দ পান?
বিরাট কোহলি: আমি আমার বাড়িতে সবচেয়ে সুখী।
প্রশ্ন: আপনি কখনও সবꦡচেয়ে অদ্ভুত খাবার খেয়েছিলেন?
বিরাট কোহলি: ২৫ বা ২৪ বছর বয়স পর্যন্ত আমি সবচেয়ে অদ্ভুত খাবার খেয়েছি। আমি বলতে চাইছি যে সেই সময়ে আমি আক্ষরিক অর্থে বিশ্বের সমস্ত জাঙ্ক ফুড খেয়েছি। তাই আমার কাছে সেই অদ্ভඣুত খাবার থাকাট꧙াই স্বাভাবিক ছিল।
আরও পড়ুন… সানিয়া অবসর নিলেও রিটায়ার করছেন না শোয়েব, ফিটনেস চ্যালেঞ্জ🌼ℱ দিলেন জুনিয়রদের
প্রশ্ন: আপনার পলক পড়ার রেকর্ড কি?
বিরাট কোহলি: আমি এটা জানি না। তিন, সাড়ে ত💮িন মিনিট? এটাই আমার মনে হয়।🦩
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।