৪ মার্চ থেকে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি হবে মোহালিতে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তার শততম টেস্ট ম্যাচ খেলতে প্রস্তুত। তিনি ভারতের হয়ে ২০১১ সালে প্রথম টেস্ট♒ খেলেছিলেন। এই ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ১২তম ভারতীয় হিসেবে শততম টেস্ট খেলবেন বির⭕াট। এই ম্যাচের আগে বিরাট কোহলিকে নিয়ে বড় বিবৃতি দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
টেস্ট সিরিজের আগে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মাকে প্রশ্ন করা হয় তার সঙ্গে বিরাট কোহলির সেরা টেস্ট ইনিংস কোনটি। ২০১৩ সালের খেলা বিরাট কোহলির ইনিংসকেই সেরা বলে অভিহিত করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বল♕েন, ‘আমার দেখা বিরাটের সবচেয়ে স্মরণীয় সেরা ইনিংসটি হল ২০১৩ সালের দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেই ম্যাচে ব্যাট করা কঠিন ছিল এবং বিরাট প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। ডেল স্টেইন, ফিল্যান্ডার, ক্যা🉐লিস ও মর্কেলের বিরুদ্ধে এই ইনিংস খেলেছেন তিনি। এটা সবসময় মনে থাকবে। ২০১৮ সালে পার্থে সেঞ্চুরিও করেছিলেন, তবে দক্ষিণ আফ্রিকার ইনিংসটি ছিল সেরা।’
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্🤪ট সিরিজে হারের পর এক টুইট বার্তায় অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। তিনি বলেন, প্রশ্নোত্তরে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। এখন সে শুধু তার ব্যাটিংয়ে মনোযোগ দিতে চায়। তখন থেকেই রোহিত শর্মার অধিনায়ক হওয়ার সম্ভাবনা ছিল। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দ🉐ল ঘোষণা করা হলে নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা
রোহিত শর্মার অধিনায়ক হওয়ার খবর নিশ্চিত করেছেন। অধিনায়ক হওয়ার পর থেকে একটি ম্যাচও হারেননি রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ও🌄ডিআই এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পরে টি-টোয়েন্টি সিরিজে তিনি ক্লিন সুইপ করেছিলেন। এখন শুক্রবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারত, যেটি হবে কোহলির ক্যারিয়ারের শততম টেস্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।