শুভব্রত মুখার্জি: রোমাঞ্চকর লড়াই জিতে শেষ হাসি হাসল লিভারপুল। সাদিও মানের জোড়া গোলে ভর করে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ১০ বছর পরে উঠতে 🎶সমর্থ হল জুর্গেন ক্লপের ছেলেরা।
লিভারপুলের সামনে এদিন প্রথম থেকেই বেশ কোণঠাসা হয়ে পরে ম্যাঞ্চেস্টার সিটি। গোদের 🐭উপর বিষফোঁড়ার মতন গোলরক্ষকের ভুলের মাশুলও দিতে হল সিটিকে। বিরতির পর অসাধারণ লড়াই করেও লাভ হল না পেপ গুয়ার্দিওলার দলের।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার এফ এ কাপের সেমিফাইনালে ৩-২ গোলে সিটির বিপক্ষে জিতল লিভারপুল। প্রথমার্ধেই তিন গোল করে ফাইনালের উদ্দেশ্যে কার্যত এক পা বাড়িয়েই রেখেছিল লিভারপুল। জোড়া গোল করেন স☂াদিও মানে। অপর গোলটি করেছেন ইব্রাহিমা কোনাতে। দ্বিতীয়ার্ধের শুরুতে এবং শেষে সিটির হয়ে ব্যবধান কমান জ্যাক গ্রিলিশ ও বার্নার্ডো সিলভা। তবে শেষ রক্ষা করতে পারেননি।
এই 🍨ম্যাচে হারের ফলে চলতি মরশুমে সিটির ট্রেবল জয়ের স্বপ্ন অধরা থেকে𒆙 গেল। মরশুমে এরই মধ্যে লিগ কাপ জেতা লিভ🦩ারপুলের অবশ্য চারটি শিরোপা জয়ের সব সম্ভাবনাই আপাতত বাস্তবে টিকে থাকল। এদিন ম্যাচের নবম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। অ্যান্ড্রু রবার্টসনের কর্নারে ছয় গজ বক্সের মুখে হেড করে গোল করেনꦛ ইব্রাহিমা কোনাতে। লিভারপুলের হয়ে টানা তিন ম্যাচে হেডে গোল করতে সক্ষম হলেন এই ফরাসি ডিফেন্ডার। আগের দুটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দুই লেগে বেনফিকার বিপক্ষে করেছিলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।