মালয়েশিয়া ওপেনে হতাশাজক ভাবে ছিটকে গিয়েছিলেন পিভি সিন্ধু। তবে মালয়েশিয়া মাস্টার্সে দুরন্ত জয় দিয়ে শুরু করলেন পিভি সিন্ধু। প্রথম রাউন্ডেই হারালেন চীনের হে বিং জিয়াওকে। ইন্দোনেশিয়া ওপেনে হারের 🎃বদলা মালয়েশিয়া মাস্টার্সে নিলেন পিভি সিন্ধু।
এই বিং জিয়াওর কাছে হেরে গত ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল সিন্ধুকে। এ বার সুদে-আসলে তার শোধ তুললেন। প্রথম রাউন্ডে জিয়াওকে হারাতে এক ঘণ্টা সময় নেন সিন্ধু। সপ্তম বাছাই সিন্ধু এক ঘন্টার লড়াইয়ে ২🐻১-১৩, ১৭-২১, ২১-১৫-তে হারান বিং জিয়াওকে।
আরও পড়ুন: জয় দিয়💧ে অভিযান শুরু করলেন সিন্ধু, ছিটকে গেলেন স🐎াইনা
সিন্ধু জিতলেও হেরে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। দক্ষিণ কোরিয়ার কিম গা ইয়ুনের বিরুদ্ধে প্রথম স𒁃েট জেতার পরেও ম্যাচ জিততে পারলেন না সাইনা। খেলার ফল সাইনার বিপক্ষে ২১-১৭, ১৭-২১, ১৪-২১।
এ দিকে ভারতের পুরুষ শাটলাররাও দুর্দান্ত পারফরম💎্যান্স করেছেন। দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন বি সাই প্রণীত এবং পারুপল্লী কাশ্যপ। আধ ঘন্টার লড়াইয়ে গুয়াতামেলার কেভিন গর্ডনকে ২১-৮, ২১-৯-এ উড়িয়ে দেন প্রণীত।
এদিকে কঠিন𝓰 লড়াইয়ের সম্মুখীন হন কাশ্যপ। মালয়েশিয়ার টমি সুগিয়ার্তোর বিরুদ্ধে প্রথম সেটে পিছিয়ে পড়েও তিনি জয় ছিনিয়ে নেন। হাড্ডা♋হাড্ডি ম্যাচের ফল কাশ্যপের পক্ষে ১৬-২১, ২১-১৬, ২১-১৬।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।