দীপ্তি শ🎐র্মার মানকাডিং করা নিয়ে সমালোচনা যেন থামতেই চাইছে না। বিশেষ করে ব্রিটিশ ক্রিকেটারদের তরফে। নিয়মিত কেউ না কেউ এই নিয়ে দীপ্তিকে ধুইয়ে দিচ্ছেন। জোস বাটলারের এই বিষয়ে জ্বালাটা আরও বেশি। কারণ তিনি নিজেও এ ভাবে আউট হয়েছেন। মানকাডিং আউট নিয়ে তাই বাটলার যে সরব হবেন, এটাই স্বাভাবিক।
এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বাটলার দাবি করেছেন যে, এই ধরনের আউটের ক্ষেত্রে একটি জটিলতা রয়ে গিয়েছে। বিষয়টি স্বচ্ছ নয়। যে কারণে এটি এখনও পুরোপুরি মেনে নেওয়া যাচ্ছে না। যদি একজন বোলার নন-স্ট্রাইকার এন্ডে ব্যাটারকে রানআউট 🌟করতেই পারে। এটা নিয়মে রয়েছে। কিন্তু বাটলারের দাবি, তাঁর দলের কেউ এমনটা করলে, তিনি ব্যাটারকে ফিরিয়ে আনবেন।
ꦇআরও পড়ুন: খুব রেগে গেলে একমাত্র মানক🌄াডিং করতে পারি- মইন আলি
প্রসঙ্গত ২০১৯ আইপিএলে পাঞ্জাব-রাজস্থান ম্যাচে নন স্ট্রাইকে দাঁড়িয়ে🏅 থাকা জোস বাটলারকে রান আউট𒀰 করেছিলেন পঞ্জাব টিমের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বল করার আগেই নিজের জায়গা ছেড়ে বের হয়ে গিয়েছিলেন বাটলার। সেটা দেখে তখন আউট করে দেন অশ্বিন। যা নিয়ে বহু দিন জলঘোলা হয়েছে।
ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক বলেছেন, ‘কেউ মানকাড আউ🐻ট করল আমি ব্যাটসম্যানকে ফিরিয়ে আনব। কেউ ဣখেলায় এটি (মানকাড আউট) দেখতে চায় না। কারণ এটি বিতর্কের জন্ম দেয়। এবং ব্যাট এবং বলের যুদ্ধ আর ক্রিকেটের দুর্দান্ত খেলার ছন্দ ভেঙে দেয়। এগুলি সব সময়ে অস্বস্তিকর হয়ে দাঁড়ায়।’
আরও ꧟পড়ুন: দীপ্তির মতো বিতর্ক෴ে জড়িয়েছিলেন কপিলও, দিলেন সহজ সমাধান সূত্র
বাটলার স্🥀বীকার করেছেন যে, এমন একটি নিয়মের প্রয়ো⛎জন যাতে, বোলাররা বল করার সময়ে নন-স্ট্রাইকাররা ক্রিজের থেকে কিছুটা এগিয়ে থাকার অযাচিত সুবিধা নিতে না পারেন। তাঁর পরামর্শ, ‘আমি বুঝতে পারি যে, একটা নিয়ম থাকা দরকার যাতে, ব্যাটাররা কেবল একটি অন্যায্য সুবিধা পেতে না পারে। তবে এই নিয়ম স্বচ্ছ নয়। তাই এই নিয়মটি আরও স্বচ্ছ করে শক্তিশালী করে তুলতে হবে।’
প্রসঙ্গত লর্ডসে তৃতীয় তথা শেষ ওয়ানডে চলাকালীন ইংল্যান্ডের ব্যাটসম্যান চার্লি ডিনকে ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা মানকাডিং আউট করেন। দীপ্তি যখন ম্যাচের ৪৪তম ওভার𝔉ে বোলিং করছিলেন, ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর চার্লি ডিনকে মানকডিং🅷 করার ইঙ্গিত দিয়েছিলেন। এবং দীপ্তি মানকডিং করেন ডিনকে। ডিন ৮০ বলে ৫টি চারের সাহায্যে ৪৭ রান করেছিলেন। এ ভাবে আউট হওয়ার পর ডিন খুবই হতাশ হয়ে মাঠের মধ্যেই কেঁদে ফেলেন। আর দীপ্তিকে নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।