সম্প্রতি, লর্ডসে ভারত বনাম ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের মধ্যে খেলা ওডিআই ম্যাচ চলাকালীন ♕দীপ্তি শর্মা মানকাডিং করেন চার্লি ডিনকে। এর পর শুরু হয় তীব্র বিতর্ক। বিশেষ করে ইংল্যান্ডের ক্রিকেটাররা দীপ্তিকে রীতিমতো তুলোধোনা করেন। সমালোচনায় ভরিয়ে দেন বঙ্গ তনয়াকে। তবে পাল্টা জবাব দিতে ছাড🌜়েনি ভারতীয় ক্রিকেট মহলও। অন্য দিকে দীপ্তির এই মানকাড আউটকে সমর্থন করেছেন মইন আলি। তবে তিনি এ কথাও বলেছেন, শুধুমাত্র অতিরিক্ত রেগে গেলে, তবেই তিনি মানকড উইকেট নিতে বাধ্য হতে পারেন। এবং তিনি চান, মানকাডিং নিষিদ্ধ করা হোক।
আরও পড়ুন: গায়ে লে𝕴গে বল বাউন্ডারিতে যাওয়া আর মানকাডিং এক নাকি! বিরক্তি প্রকাশ বেন স্টোকসের
মইন এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলের অধিনায়ক। এই প্রসঙ্গে তাঁর থেকে জানতে চাওয়া হলে, ব্রিটিশ তারকা বলেন, ‘না এটা আমি করতে পারব না। তবে যদি আমি সত্যিই কারও উপর মারাত্মক রেগে ✃যাই, তবে এটি করতেও পারে। এই বিষয়টি কিন্তু আইনের মধ্যে রয়েছে এ🧸বং এটি একেবারেই বেআইনি কিছু নয়। তাই যারা এটি করে, তাদের অধিকার আছে। তবে আমি আশা করি, এটি বাকি রান আউটের মতো সাধারণ বিষয় হয়ে উঠবে না। বা নিয়মিত করা হবে না।’
আরও পড়ুন: দীপ্তির মতো বিতর🏅্কে জড়িয়েছিলেন কপিলও, দিলেন সহজ সমাধান সূত্র
মইন আলি আরও যোগ করেছেন, ‘যাই হোক ব্যাটারদেরও ক্রিজের মধ্য🌼ে থাকা উচিৎ। তবে, এটা কঠিন হয়ে যায়। ব্যাটাররা বোলারের দিকে দেখেন না। আপনি মনে করেন যে, বোলার এসে বোলিং করবে কিন্তু তাঁরা যদি থেমেও যায় আপনার মোমেন্টাম আপনাꦡকে ক্রিজের বাইরে নিয়ে চলে যাবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।