পঞ্জাব কিংসের প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার রবিবার দুঃখ প্রকাশ করেছেন যে তার দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরশুমে সাতটি হোম ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে। এই মরশুমে পঞ্জাব কিংস তাদের হোম ম্যাচ খেলেছে মুলানপুর এবং ধর্মশালায়। রবিবার এখানে সানরাইজার্স হায়দরাবাদের কাছে চার উইকেটে হেরে ১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দলের অভিযান শেষ করেছে🎀 পঞ্জাব কিংস। দশটি দলের মধ্যে নবম স্থানে রয়েছে পঞ্জাব কিংস।
আরও পড়ুন… T20 World Cup 2024-এর ⛦আগে রোহিতদের সতর্ক করলেন রায়না, হার্দিকের ফর্ম নিয়েও ꦍমুখ খুললেন
দলের ব্যর্থতা নিয়ে কী বললেন পঞ্জাব কিংসের প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার?
সানরাইজার্স হায়দরাবাদের কাছে ছয় উইকেটের পরাজয়ের পর সাংবাদিক সম্মেলনে পঞ্জাব কিংসের প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, ‘আমরা ঘরের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। আমরা সাতটি অ্যাওয়ে ম্যাচের মধ্যে চারটি জিতেছি কিন্তু সাতটি হোম ম্যাচের মধ্যে মাত্র একটি জিততে পেরেছি। এই টুর্নামেন্টে যদি কোনও দলকে অগ্রসর হতে হযꦓ়, তবে এটা অবশ্যই একটা উদ্বেগজন🔯ক দিক।’ সঞ্জয় বাঙ্গার আরও বলেন, ‘মরশুমের মাঝামাঝি সময়ে আমরা টানা চারটি ম্যাচ হেরেছি এবং সবগুলোই ছিল আমাদের হোম ম্যাচ। খুব কাছের দুটি ম্যাচও আমরা নিজেদের পক্ষে ঘোরাতে পারিনি। গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা জিততে পারিনি। আপনি যদি সেশনের পরে জিনিসগুলি রেখে যান তবে এটি সর্বদা চ্যালেঞ্জিং হবে।’
আরও পড়ুন… IPL 2024: MI ছাড়ছেন রোহিত শর্🌼মা? ভক্তদের হার্টবিট বাড়িয়ে দিল হিটম্যানের পোস্ট, শুরু জল্পনা
পঞ্জাব কিংসের ইতিবাচক দিকে নিয়ে কী বললেন প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার
তিনি আরও বলেন, ‘মরশুমের মাঝে আমরা যে চারটি ম্যাচ হেরেছি, তার সবকটিই হোম ম্যাচ ছিল এবং যে দুটি ক্লো♒জ ম্য🌸াচ আমরা হেরেছি, তা আমাদের ক্ষতি করেছে। কিছু ম্যাচে আমরা জিততে পারিনি গুরুত্বপূর্ণ মুহূর্তে। আপনি যদি মরশুমের শেষার দিকে অনেক কিছু করার চেষ্টা করেন তবে এটি সর্বদা একটি চ্যালেঞ্জ হয়।’ দলের পজিটিভ দিকের কথা বললে, ‘আপনি যদি ঘরোয়া ব্যাটসম্যান প্রভসিমরান সিং, শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মার পারফরম্যান্সের দিকে তাকান, ব্যাটিং বিভাগে আমাদের মরMgম যতদূর যায় আমাদের জন্য এটিই আসল পজিটিভ একটা দিক।’
আরও পড়ুন… IPL 2024: শেষ গ্র𝄹ুপ লিগ, প্লে অফ শুরুর আগে দেখে নেওয়া যাক কমলা ও বেগুনি টুপির দৌড়ে🦄 কারা এগিয়ে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।