চেয়ার আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে না পেরে প্রায়শই টেনিস তারকাদের কোর্টে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায়। ক্ষোভে কোর্টেই ব়্যাকেট আছড়ে ফেলতে দেখাও অতি পরিচꦓিত ঘটনা হয়ে উঠেছে। চেয়ার আম্পারের সঙ্গে আঙুল উঁচিয়ে তর্ক জুড়তে দেখা গিয়েছে সেরেনা উইলিয়ামসের মতো মহাতারকাকেও। তবে মেক্সিকান ওপেনে আলেকজান্ডার জেরেভ যেটা করলেন, তা এককথায় নজিরবিহীন। চেয়ার আম্পায়ারের সঙ্গে এমন দুর্ব্যবহার আগে কোনও টেনিস তারকাকে ꧒করতে দেখা গিয়েছে কিনা সন্দেহ।
আকাপুলকোয় ব্রাজিলের মার্সেলো মেলোকে সঙ্গে নিয়ে এটিপি ৫০০ ইভেন্টের ডাবলস খেলতে নেমেছিলেন জেরেভ। ম্যাচে চেয়ার আম্পায়ারের সিদ্ধান্তে জেরেভ এতটাই ক্ষুব্ধ হন যে, কোর্ট ছাড়ার সময় আম্পায়ারের চেয়ারে উপর্যুপরি ব়্যাকেট আছড়াতেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ থাকেন। অল্পের জন্য বড়সড় আঘাতের হাত থেকে বেঁচে যান চেয়ার আম্পায়ার। তিনি চেয়ার ছেড়ে নীচে নেমে আসার পরেও অস্ফালন জারি থাকে জেরেভের।
তার আগে কোর্টে দাঁড়িয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক করা ছাড়াও রীতিমতো গালিগালাজ করেন জেরেভ। স্বাভাবিকভাবেই বিশ্বের তিন নম্বর জার্মান তারকার এমন অখেলোয়াড়সুলভ আচরন🍌 মেনে নেয়নি এটিপি। তারা আকাপুলকো ইভেন্ট থেকে বহ🦋িষ্কার করে জেরেভকে।
এটিপির তরফে বিজ্ঞপ🗹্ত জারি করে জেরেভকে বহিষ্কার করার কথা জানিয়ে দেওয়া হয়। স𝓰েই সঙ্গে আপডেটেড সূচিও প্রকাশ করা হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।