নিজেদের প্রথম পাঁচ ম্যাচে টানা জয় তুলে নিয়ে উইমেন্স প্রিমিয়র লিগের প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেলে মুম্বই ইন্ডিয়ান্স। তবে লিগ শী𝓰র্ষে থেকে সরাসরি ফাইনাল খেলার স্বপ্ন ধাক্কা খায় হরমনপ্রীতদের। কেননা টানা ২টি ম্যাচে হারের মুখ দেখতে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে।
ইউপি ওয়ারিয়র্জের কাছে পরাজিত হওয়ার পরে এবার দিল্🐎লি ক্যাপিটালসের কাছে হার মানে মুম্বই ইন্ডিয়ান্স। সোমবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লির হাতে কার্যত লাঞ্ছিত হতে হয় মুম্বইকে। ১১ ওভার বাকি থাকতে ম্যাচ হেরে লিগ টেবিলের শীর্ষস্থানও খুইয়ে বসেন হরমনপ্রীতরা।
লিগের ১৮তম ম্যাচে টস জিতে মুম্বইক🏅ে শুরুতে ব্যাট করতে পাঠান দিল্লির ক্যাপ্টেন মেগ ল্যানিং। মুম্বই শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে🔴। ফলে রান তোলার গতি বাড়াতে পারেনি তারা। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে মুম্বই ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১০৯ রান সংগ্রহ করে।
দলের হয়ে সব থেকে বেশি ২৬ রান করেন পূজা বস্ত্রকার। ১৯ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৬ ব💃লে ২৩ রান করেন ক্যাপ্টেন হরমনপ্রীত। ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ২৩ রান করেন ইসি ওং। আট নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে ১৯ রান করেন আমনজ্যোৎ কৌর। তিনি ২টি চার মারেন।
আরও পড়ুন:- IPL-এর আগে ফের বড় রান 🔯লিটনের ব্যাটে, ভুল লোকের উপর বাজি ধরেনি ভেবে আশ্বস্ত হবে KKR
যস্তিকা ভাটিয়া ১, হেইলি ম্যাথিউজ ৫, অ্যামেলিয়া কের ৮ ও হুমাইরা কাজী ২ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি ন্যাট সিভার ব্রান্ট। দিল্লির হয়ে ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মারিজান কাপ। ৪ ওভারে ২১ রান খরচ করে ⛦২টি উইকেট নিয়েছেন শিখা পান্ডে। ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন জেস জোনাসেন। ৩ ওভারে ১০ রান খরচ করে ১ট𒁃ি উইকেট নেন অরুন্ধতী রেড্ডি।
পালটা ব্যাট করত🍸ে নেমে দিল্লি ক্যাপিটালস মাত্র ৯ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১১০ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬৬ বল বাকি থাকতে ৯ উইকেটের বিরাট জয় ছিনিয়ে নেয় তারা। শেফালি বর্মা ১৫ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ধ্বংসাত্মক ইনিংসে তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন।
ক্যাপ্টেন ল্যানিং ২২ বলে ৩২ রান করে নট-আউট থাকেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে অ্যালিস ক্যাপসি ১৭ বলে ৩৮ রানের ♛ঝোড়ো ইনিংস♍ খেলে নট-আউট থাকেন। তিনি ১টি চার ও ৫টি ছক্কা মারেন। মুম্বইয়ের হয়ে ২ ওভারে ২৭ রান খরচ করে একমাত্র উইকেটটি নেন হেইলি ম্যাথিউজ।
দাপুটে জয়ের সুবাদে মুম্বইকে টপকে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে🏅 আসে দিল্লি ক্যাপিটালস। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মারিজান কাপ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।