Mumbai Indians vs UP Warriorz Live Score: মাত্র ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ন্যাট সিভার ব্রান্ট। উইমেন্স প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন ইসি ওং।
৮ ম্যাচের মধ্যে ৬টি জিতেও লিগ চ্যাম্পিয়ন হওয়া হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। নেট রান-রেটে মুম্বইকে টেক্কা দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে দিল্লি ক্যাপিটালস এবং সেই সুবাদে তারা সরাসরি ডব্লিউপিএলের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বেশিরভাগ সময় লিগ টেবিলে দাপট দেখিয়েও মুম্বইকে এলিমিনেটরের ঝক্কি সামলাতে হয়। উইমেন্স প্রিমিয়𝐆র লিগের এলিমিনেটরে হরমনপ্রীত কৌরদের প্রতিপক্ষ ছিল অ্যালিসা হিলির নেতৃত্বাধীন ইউপি ওয়ারিয়র্জ। শেষমেশ ওয়♒ারিয়র্জকে টেক্কা দিয়ে ফাইনালের টিকিট হাতে পান হরমনপ্রীত কৌররা।
24 Mar 2023, 11:36 PM IST
ম্যাচের সেরা ন্যাট সিভার
প্রথমে ব্যাট হাতে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ন্যাট সিভার ব্রান্ট। পরে বল হাতে ২১ রানের বিনিময়ে🍰 ১টি উইকেট নেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা অল-রাউন্ডার।
১৭.৪ ওভারে সাইকা ইশাকের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রাজেশ্বরী গায়💦কোয়াড়। ৯ বলে ৫ রান করেন তিনি। মারেন ১টি চার। সাইকা ২.৪ ওভারে ১টি মেডেন-সহ ২৪ রানের বিনিময়ে ২টি উইকে💙ট নেন।
24 Mar 2023, 10:37 PM IST
অঞ্জলিকে ফেরালেন কলিতা
১৬.১ ওভারে জিন্তিমনি কলিতার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অঞ্জলি সর্বানি। ১১ বলে ৫ রান করে🌸ন তিনি। ইউপি ওয়ারিয়র্জ ১০৪ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পার্শ্ববী চোপড়া।
24 Mar 2023, 10:34 PM IST
১০০ টপকাল ইউপি
১৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ইউপি ওয়ারিয়র্জ। তা🐠দের সংগ্রহ ৮ উইকেটে ১০৪ রান। জিততে ৪ ওভারে ৭৯ রান দরকার ওয়ারিয়র্জের।
24 Mar 2023, 10:28 PM IST
বোলিং কোটা শেষ ইসি ওংয়ের
চার ওভারের বোলিং কোটা শেষ করলেন ইসি ওং। 🔯তিনি ১৫ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন। ইউ🅷পি ১৫ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৯৬ রান সংগ্রহ করেছে।
24 Mar 2023, 10:23 PM IST
দীপ্তিকে ফেরালেন ম্যাথিউজ
১৪তম ওভারে হেইলি ম্যাথ🍌িউজের বলে জোড়া বাউন্ডারি মারেন দীপ্তি শর্মা। শেষে ১৩.৫ ওভারে ম্য়াথিউজের বলেই কলিতার হাতে ধরা পড🦄়েন দীপ্তি। ২০ বলে ১৬ রান করেন তিনি। মারেন ৩টি চার। ইউপি ওয়ারিয়র্জ ৯৪ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাজেশ্বরী গায়কোয়াড়।
24 Mar 2023, 10:18 PM IST
উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম হ্যাটট্রিক ওংয়ের
উইমেন্স প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেন ইসি ওং। ১২.৪ ওভারে ওংয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সোফি একলেস্টোন। তিনিও গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন। ইউপি ৮৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অঞ্জলি সর্বানি। ১৩ ওভার শেষে ওয়ারিয়র্জের স্কোর ৭ উইকেটে ৮৬ রান। ইসি ওং ৩ ওভারে ১৩ রান🍰ের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।
24 Mar 2023, 10:16 PM IST
সিমরন শেখ আউট
১২.৩ ওভারে ইসি ওংয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সিমরন শেখ। ইসি ওং পরপর ২ বলে ২টি উইকেট তুলে নেন। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন সিমরন। ইউপি ৮৪ রানে ৬ উইকে🐭ট হারায়। ব্যাট 🦄করতে নামেন সোফি একলেস্টোন।
24 Mar 2023, 10:14 PM IST
কিরণ নভগির আউট
১২.২ ওভারে ইসিꦆ ওংয়ের বলে ছক্ক💙া হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ন্য়াট সিভার ব্রান্টের হাতে ধরা পড়েন কিরণ নভগির। ২৭ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। মারেন ৪টি চার ও ৩টি ছক্কা। ইউপি ৮৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিমরন শেখ।
24 Mar 2023, 10:11 PM IST
অ্যামেলিয়ার ওভারে ১৯ রান
১২তম ওভারে অ্যামেলিয়া কেরের প্রথম ২টি বলে পরপর ২টি ছক্কা মারেন কিরণ নভগির। পঞ্চম বলে চার মারেন দীপ্তি শর্মা। ওভারে মোট ১৯ রান ওঠে। ১২ ওভার শেষে ইউপি ওয়ারিয়র্জের স্কোর ৪ উইকেটে ৮৪𒉰 কান💃। নভগির ২৫ বলে ৪৩ রান করেছেন। দীপ্তি ব্যাট করছেন ৮ রানে।
24 Mar 2023, 10:02 PM IST
১০ ওভারে ইউপির দরকার ১২০ রান
১০ ওভার শেষে ইউপি ওয়ারি⛄য়র্জের স্কোর ৪ উইকেটে ৬৩ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ১২০ রান। কিরণ নভগির ১৭ বলে ২৭ রান করেছেন। ১১ বলে ৩ রান করেছেন দ🗹ীপ্তি শর্মা।
24 Mar 2023, 09:52 PM IST
গ্রেস হ্যারিস আউট
🐽৭.৫ ওভারে ন🍌্যাট সিভার ব্রান্টের বলে ইসি ওংয়ের হাতে ধরা পড়েন গ্রেস হ্যারিস। ১২ বলে ১৪ রান করেন তিনি। মারেন ৩টি চার। ইউপি ৫৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা।
24 Mar 2023, 09:46 PM IST
জীবনদান পেলেন নভগির
৬.২ ওভারে অ্যামেলিয়া কেরের বলে কিরণ নভগিরের ক্যাচ ছাড়েন হেইলি ম্যাথিউজ। ওভারের চতুর্থ বলে চার মারেন হ্🌼যারিস। ৭ ওভার শেষে ইউপি ওয়ারিয়র্জের স্কোর ৩ উইকেটে ৫১ রান। ১০ রান করেছেন গ্রেস।
24 Mar 2023, 09:44 PM IST
সাইকার ওভারে ২০ রান
ষষ্ঠ ജওভারে সাইকা ইশাকে🐼র বলে ১টি চার মারেন গ্রেস হ্যারিস। ২টি চার ও ১টি ছক্কা মারেন কিরণ নভগির। ওভারে মোট ২০ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ইউপির স্কোর ৩ উইকেটে ৪৬ রান। নভগির ২১ রানে ব্যাট করছেন।
24 Mar 2023, 09:38 PM IST
রান-আউট তালিয়া
৪.১ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন তালিয়া ম্যাকগ্রা। ♌৬ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি চার। ইউপি ২১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্রেস হ্যারিস। ইসির ওভারের পঞ্চম বলে চার মারেন নভগির। ৫ ওভার শেষে ওয়ারিয়র্জের স্কোর ৩ উইকেটে ২🗹৬ রান।
24 Mar 2023, 09:29 PM IST
অ্যালিসা হিলি আউট
২.২ ওভারে ইসি ওংয়ের বলে হরমনপ্রীত কৌরের হাতে ধরা পড়েন অ্যালিসা হিলি। ৬ বলে ১১ রান করেন তিনি। মারেন ২টি চার। ইউপি ১২ রানে ২ উইকেট হারায়। ব্য়াট করতে নামেন তালিয়া ম্য়াকগ্রা। ৩ ♐ওভার শেষে ওয়ারিয়র্জের স্কোর ২ উইকেটে ১৪ রান।
24 Mar 2023, 09:24 PM IST
শ্বেতাকে ফেরালেন সাইকা
দ্বিতীয় ওভারে বল করতে আসেন সাইকা ইশাক। ১.৬ ওভারে সাইকার বলে ম্যাথিউজের হাতে ধরা দেন♋ শ্বেতা শেরাওয়াত। ৮ বলে ১ রান করেন তিনি। ইউপি ওয়ারিয়র্জ ৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কিরণ নভগির। সাইকা নিজের প্রথম ওভারে কোཧনও রান খরচ না করে ১ উইকেট তুলে নেন।
24 Mar 2023, 09:19 PM IST
রান তাড়া শুরু ওয়ারিয়র্জের
শ্বেতা শেরাওয়াতকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন অ্যালিসা হিলি। বোলিং শুরু করেন ন্য়াট সিভার ব্রান্ট। পঞ্চম বলে চার মারেন হিলি❀। প্রথম ওভারে ৮ রান ওঠে।
24 Mar 2023, 09:03 PM IST
ইউপি ওয়ারিয়র্জের সামনে বিরাট টার্গেট দিল মুম্বই
শেষ ওভারে দীপ্তি শর্মার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন পূজা। ১টি ছক্কা মারেন ন্য়াট সিভার ব্রান্ট। ওভারে মোট ১৮ রান ওঠে। মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮২ রান তোলে। ন্যাট সিভার ব্রান্ট ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৭২ রান করে নট-আউট ♉থাকেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪ বলে ১১ রান করে নট-আউট থাকেন পূজা বস্ত্রকার। দীপ্তি ৪ ওভারে ৩৯ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি। ফাইনালে যেতে হলে ইউপি ওয়ারিয়র্জকে ২০ ওভারে ১৮৩ রান তুলতে হবে।
24 Mar 2023, 08:58 PM IST
অ্যামেলিয়া কের আউট
১৯তম ওভারে সোফি এক🦹লেস্টোনের বলে পরপর ৩টি চার মারেন অ্যামেলিয়া কের। ওভারের শেষ বলে অঞ্জলির হাতে ধরা পড়েন তিনি। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন অ্যামেলিয়া। মুম্বই ইন্ডিয়ান্স ১৬৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পূজা বস্ত্রকার। একলেস্টোন ৪ ওভারে ৩৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
24 Mar 2023, 08:54 PM IST
১৫০ ছুঁল মুম্বই ইন্ডিয়ান্স
১৮তম ওভারে দীপ্তি শর্মার বলে ১টি চার মারেন অ্যামেলিয়া কের। ওভারে ৯ রান ওঠে। ১৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১৫০ রান। ন্যাট সিভা🦋র ৬৪ ও অ্যামেলিয়া ১৬ রান🍰ে ব্যাট করছেন।
24 Mar 2023, 08:50 PM IST
বোলিং কোটা শেষ রাজেশ্বরীর
১৭তম ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে ২টি চার মারেন ন্যাট সিভার ব্রান্ট। ওভারে মোট ১৩ রান ওঠে। ১৭ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ꦜ১৪১☂ রান। ন্যাট ৬১ ও অ্যামেলিয়া ১০ রানে ব্যাট করছেন। রাজেশ্বরী ৪ ওভারে ৩৬ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিনি।
24 Mar 2023, 08:44 PM IST
হাফ-সেঞ্চুরি ন্যাট সিভারের
৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ন্য়াট সিভার ব্রান্ট। ১৬ ওভার শꦗেষে মুম্বই ইন্ডিয়ান্সের সংগ্রহ ৩ উইকেটে ১২৮ রান। ২৭ বলে ৫১ রান করেছেন ন্যাট। ১০ বলে ৯ রান করেছেন অ্যামেলিয়া।
24 Mar 2023, 08:40 PM IST
হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় ন্য়াট সিভার
১৫ ওভার শেষে মুম্বই ই🐭ন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১১৬ রান। ২৪ বলে ৪💮৫ রান করেছেন ন্য়াট সিভার ব্রান্ট। ৭ বলে ৩ রান করেছেন অ্যামেলিয়া কের।
24 Mar 2023, 08:31 PM IST
হরমনপ্রীত কৌর আউট
১২.৫ ওভারে সোফি একলেস্টোনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হরমনপ্রীত কউর। ১৫ বলে ১৪ রান করেন মুম্বইয়ের ক্যাপ্টেন। তিনি ১টি চার মারেন। মুম্বꦛই ১০৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে💝 নামেন অ্যামেলিয়া কের।
24 Mar 2023, 08:27 PM IST
ঝড় তুললেন ন্যাট সিভার
১২তম ওভারে পার্শ্ববী চোপড়ার প্রথম তিনটি বলে ৪, ৬ ও ৪ রান সংগ্রহ করেন ন্যাট সিভার ব্রান্ট। ওভারে মোট ১৬ রান ওঠে। ১২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৯৮ রান। ꦯন্যাট সিভার ১৭ বলে ৩৫ রান করেছেন। ১১ বলে ৯ রান করেছেন হরমনপ্রীত।
24 Mar 2023, 08:14 PM IST
ম্য়াথিউজকে ফেরালেন পার্শ্ববী
দশম ওভারে প্রথমবার বল করতে আসেন পার্শ্ববী চোপড়া। প্রথম বলেই তিনি হেইলি ম্যাথিউজের উইকেট তুলে নেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বল ২৬ রান করে কিরণ নভগিরের হাতে ধরা পড়েন হেইলি। ৬৯ রানে ২ উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর। ꦡওভারের শেষ বলে চার মারেন ন্যাট সিভার। ১০ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৭৮ রান। ন্য়াট সিভার ১৯ ও হরমনপ্রীত ৫ রানে ব্যাট করছেন।
24 Mar 2023, 08:09 PM IST
জীবনদান পেলেন ম্য়াথিউজ
অষ্টম ওভারে অঞ্জলির ওভারে ৮ রান সংগ্রহ করে মুম্বই। নবম ওভারে দীপ্তি শর্মার প্রথম বলে অঞ্জলির হাতে ধরা পড়ে যান ম্য়াথিউজ। তবে বল মাটি ছুঁয়ে যাওয়ায় আউট হতে হতে সে যাত্রায় বেঁচে যান হেইলি। ৮.৪ ওভারে বাউ🍷ন্ডারি মারেন ম্য়াথিউজ। ৯ 🎃ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ৬৯ রান। ম্য়াথিউজ ২৬ ও ন্য়াট সিভার ১৫ রানে ব্যাট করছেন।
24 Mar 2023, 07:58 PM IST
৫০ টপকাল মুম্বই ইন্ডিয়ান্স
সপ্তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় মুম্বই ইন্ডিয়ান্স। একলেস্টোনের ওভারে ১টি চার মারেন ন্যাট সিভার। মুম্বই🍷য়ের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান। ম্যাথিউজ ১৭ ও ব্রান্ট ১৩ রানে ব্যাট করছেন।
24 Mar 2023, 07:54 PM IST
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ৪৬ রা🌜ন। গায়কোয়াড়ের ওভা🔜রের তৃতীয় বলে চার মারেন ম্যাথিউজ। শেষ বলে ন্যাট সিভারের ক্যাচ ছাড়েন সোফি একলেস্টোন। ম্যাথিউজ ১৬ ও ব্রান্ট ৭ রানে ব্যাট করছেন।
24 Mar 2023, 07:49 PM IST
যস্তিকা ভাটিয়াকে ফেরালেন অঞ্জলি
৪.২ ওভারে অঞ্জলি সর্বানির বলে কিরণ নভগিরের হাতে ধরা পড়েন যস্তিকা ভাটিয়া। ১৮ বলে ২১ রান করেন তি𝐆নি। মারেন ৪টি চার। মুম্বই ইন্ডিয়ান্স ৩১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ন্যাট সিভার ব্রান্ট। ওভারের শেষ বলে চার মারেন ন্যাট। ৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ৩৭ রান। ম্যাথিউজ ১০ রানে ব্♊যাট করছেন।
24 Mar 2023, 07:45 PM IST
হ্যারিসকে ছক্কা ম্যাথিউজের
চতুর্থ ওভারে গ্রেস হ্যারিসের শেষ বলে ছক্কা মারেন হেইলি ম্যাথিউজ। ৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৩০ রান। যসꦫ্তিকা ২১ ও ম্য়াথিউ💦জ ৯ রানে ব্যাট করছেন।
24 Mar 2023, 07:44 PM IST
আগ্রাসী শুরু মুম্বইয়ের
তৃতীয় ওভা🙈রে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে ২টি চার মারেন যস্তিকা ভাটিয়া। ওভারে মোট ১১ রান ওঠে। ৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ২৩ রান। ১২ বলে ২০ রান করেছেন ভাটিয়া। ৩ রানে ব্যাট করছেন ম্যাথিউজ।
24 Mar 2023, 07:39 PM IST
অঞ্জলির ওভারে ৬ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন অঞ্জলি সর্বানি। চতুর্🔯থ বলে চার ম🦩ারেন যস্তিকা। ওভারে মোট ৬ রান ওঠে। ২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ১২ রান। ১০ রানে ব্যাট করছেন ভাটিয়া।
24 Mar 2023, 07:33 PM IST
যস্তিকার বাউন্ডারিতে শুরু এলিমিনেটরের লড়াই
হেইলি ম্যাথিউজকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন যস্তিকা ভাটিয়া। বোলিং শুরু করেন গ্রেস হ্যারিস। প্রথম বলেই চার মেরে খাতা খোলেন যস্তিকা ভাটিয়া। প্রথম ওভারে ৬𓆏 রান ওঠে।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে উইমেন্স প্রিমিয়র লিগের এলিমিনেটরে টস জিতল ইউপি ওয়ারিয়র্জ। টস জিতে ওয়ারিয়র্জের ক্যাপ্টেন অ্যালি♔সা হিলি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান মুম্বই ইন্ডিয়ান্সকে। সুতরাং, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রান তাড়া করবে ওয়ারিয়র্জ। উল্লেখ্য, অ্যালিসা হিলি নিজের জন্মদ🦩িনে গুরুত্বপূর্ণ টস জেতেন।
24 Mar 2023, 06:47 PM IST
কোন পথে এলিমিনেটরে ওয়ারিয়র্জ
১. প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসকে ৩ উইকেটে হারিয়ে দেয়। ২. দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৪২ রানে পরাজিত হয়। ৩. তৃতীয় ম্যাচে আরসিবিকে ১০ উইকেটে হারিয়ে দেয়। ৪. চতুর্থ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৮ উইকেটে হেরে যায়। ৫. পঞ্চম ম্যাচে আরসিবির কাছে ৫ উইকেটে পরাজিত হয়। ৬. ষষ্ঠ ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে দেয়। ৭. সপ্তম ম্যাচে গুজরাট জায়ান্টসকে ৩ উইকেটে হারায়। ৮.ಌ অষ্টম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৫ উইকেটে পরাজিত হয়।
24 Mar 2023, 06:42 PM IST
কোন পথে এলিমিনেটরে মুম্বই
১. প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসকে ১৪৩ রানে হারিয়ে দেয়। ২. দ্বিতীয় ম্যাচে আরসিবিকে ৯ উইকেটে পরাজিত করে। ৩. তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে দেয়। ৪. চতুর্থ ম্যাচে ইউপি ওয়ারিয়র্জকে ৮ উইকেটে পরাজিত করে। ৫. পঞ্চম ম্যাচে গুজরাট জায়ান্টসকে ৫৫ রানে হারায়। ৬. ষষ্ঠ ম্য়াচে ইউপি ওয়ারিয়র্জের কাছে ৫ উইকেটে হেরে যায়। ৭. সপ্তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৯ উইকেটে হার মানে। ৮. অষ্টম ম্যাচে আরসিবিকে ৪ উইকেটে পরাজিত করে।