গত কয়েক ম্যাচকে ঘিরে সরগরম ভারতীয় ক্রিকেট। সেই তালিকায় রয়েছে লখনউ সুপার জায়ান্টস বনাম রꦐয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ। যেখানে বিরাট কোহলির সঙ্গে নবীন উল হক এবং গৌতম গম্ভীরের মধ্যে ঝামেলা। তার আগে আরসিবি বনাম দিল্লি ম্যাচে সৌরভ-বিরাটের হাত না মেলানো। একাধিক ইসু নিয়ে সরগরম ভারতীয় ক্রিকেট।
এদিন অর্থাৎ শনিবারও এমনটাই ঘটল। সিরাজ এবং সল্ট ঝামেলার জড়ালেন ম্যাচের মধ্যেই। তবে ক্রিকেট যে জেন্টলম্যান’স গেম তা আরও একবার প্রমাণিত হল। শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলিরা স্কোরবোর্ডে যোগ করেন ১৮১ রান। দ্বিতীয় ইনিংসে দিল্লি শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে। সেই সময় ব্যাঙ্গালোরের বোলার মহম্মদ সিরাজের সঙ্গে কথা কাটাকাটি হয় দিল্লির ওপেনার সল্টের। 💙তবে লখনউ ম্যাচের মতো ঝামেলা মাঠের বাইরে গড়ায়নি। ম্যাচ শেষে দুই ক্রিকেটারকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়।
ঘটনার সূত্রপাত দিল্লি ব্যাট করতে নামার পর। ম্যাচে♐র ৫ ওভারে বল করতে আসেন ব্যাঙ্গালোরের জোরে বোলার মহম্মদ সিরাজ। প্রথম ওভার থেকে ধ্বংসাত্মভাবে খেলতে থাকা ইংলিশ ব্যাটার ফিল সল্ট সিরাজের প্রথম দুটি বলে পরপর ছয় মারার পর তৃতীয় বলেও চার মারেন। দৃশ্যত পরপর ছয় এবং চার খেয়ে স্বাভাবিকভাবেই মেজাজ বিগড়ে যায় সিরাজের। চতুর্থ বলে একটি বাউন্সার মারেন তিনি। তবে আম্পায়াররা সেটিকে ওয়াইড বল ব🌌লে ঘোষণা করেন। সেই সময় সিরাজ সল্টের দিকে আঙ্গুল তুলে এগিয়ে যান। তখন ক্রিজে ছিলেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি দুই ক্রিকেটারকে আলাদা করে দেন। আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়নি।
এই ঘটনার পরই সুপার জায়ান্টসের বিরুদ্ধে গৌতম গম্ভীর ও বিরাট কোহলির ঝামেলায় জড়িয়ে পড়ার আলোচনা ফের উঠে আসে। প্রশ্ন উঠতে শুরু করে ক্রিকেটাররা নিজেদের মধ্যে বারবার কেন ঝামেলায় জড়িয়ে পড়ছেন বা পরিস্থিতির চাপ নিতে পারছে𒁏ন না কেন? এই সব জল্পনা জল ঢেলে ম্যাচের শেষে দুই দলের ক্রিকেটারকে করমর্দ🅰নের সময় ব্রিটিশ ব্যাটার ফিল সল্ট এবং ভারতের জোড়ে বোলার সিরাজ একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়।
দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহিলি অর্ধশতরান করেন। ব্যাঙ্গালোরের তরুণ ব্যাটার মহিপাল ২৯ বলে ৫৪ রান করে এখনও পর্যন্ত আইপিএলে তাঁর সেরা ইনিংস খেলেন। দিল্লিকে ১৮২ রান টার্গেট দেওয়ার পর ব্যাঙ্গালোরের বোলাররা সেই ভাবে দাগ কাটতে প🌞ারেনি। প্রথম থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকে দিল্লি। ক্যাপিটালসের ওপেনার ফিল সল্ট করেন ৪৫ বলে ৮৭ রান। ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।