মুম্বইয়ের গৃহযুদ্ধ বেঁধে গে🥂ল বললে মোটেও বাড়িয়ে বলা হবে না। একদা ব্যাট হাতে যে দলের হয়ে দীর্ঘ অধ্যায় রচনা করেছেন ওয়াসিম জাফর ও অমল মজুমদার, সেই দলের কোচ হতে চেয়ে এবার এඣকে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন দুই কিংবদন্তি। স্বাভাবিকভাবেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষে এবার কোচ বেছে নেওয়ার কাজটা সহজ হবে না মোটেও।
রমেশ পাওয়ার ভারতের মহিলা দলের কোচ নিযুক্ত হওয়ার পর মুম্বই ক্রিকেট সংস্থা রাজ্য দলের কোচের পদে নতুন লোক খুঁজে নেওয়ার জন্য বিজ𒊎্ঞাপন দেয়। সোমবারই ছিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। যাঁরা আবেদন করেছেন, তাঁদের ♑মধ্যে হেভিওয়েট প্রার্থীর যে অভাব নেই, সেটা বোঝা যাচ্ছে স্পষ্ট।
এক সিনিয়র এমসিএ কর্তা জানিয়েছেন যে, মোট 🌱৯ জন আবেদন করেছেন কোচ হতে চেয়ে। জাফর ও অমল মজুমদার ছাড়াও রিংয়ে টুপি ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার সাইরাজ বাহুতুলে। এছাড়া ৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের পেসার বলবিন্দর সিংও আবেদন করেছেন পৃথ্বীদের কোচ হতে চেয়ে।
তালিকায় রয়ে🦋ছেন প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান সুলক্ষ্মণ কুলকার্নি, পেসার প্রদীপ সুন্দররাম, নন্দন ফাড়নিস, উমেশ পটওয়াল ও বিনোদ রাঘবন।
৩১টি টেস্ট খেলা𓂃 জাফর হেভিওয়েট প্রা🤡র্থী হলেও নিঃসন্দেহে তাঁকে কড়া টক্কর দিতে চলেছেন অমল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।