শুভব্রত মুখার্জি: দলের হয়ে অনবদ্য লড়াই করেও শেষ রক্ষা করতে পারলেন না মুমতাজ খান। ভারতের হয়ে জুনিয়র মহিলা হকি বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণকারী ব্রোঞ্জ পদকের ম্যাচে জোড়া গোল করেও ইংরেজদের ব💝িরুদ্ধে দলের পতন রক্ষা করতে পারলেন না তিনি। পচেফস্ট্রুমে জুনিয়র মহিলা হকি বিশ্বকাপ থেকে দ্বিতীয়বার ভারতের ব্ไরোঞ্জ জয়ের সব আশা শেষ হয়ে গেল শুট আউটে। শুট আউটে ৩-০ ফলে হারতে হল ভারতকে।
ম্যাচের নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। তারপরেই খেলা গড়ায় শুট আউটে। যেখানে ভারতের হয়ে শেষ রক্ষা করতে পারলেন না মুমতাজরা। ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করতে হয় ভারতকে। নির্ধারিত সময়ের ২ মিনিট বাকি থাকতে ভারতীয় সমর্থকদের হৃদয় ভেঙে দিয়ে ম্যাচে সমতা হারায় ইংল্যান্ড। ভারতের হয়ে❀ ম্🔯যাচের ২১ এবং ৪৭ তম মিনিটে জোড়া গোল করেন মুমতাজ।
যদিও এদিন ম্যাচের ১৮তম মিনিটে গোল করে ইংল্যান্ডকে লিড এনে দিয়েছিলেন মিলি গিগলিও। পরবর্তীতে ভারতের হয়ে দুটি ফিল্ড গোল করে ভারতকে ম্যাচে লিড এনে দেন মুমতাজ। ৫৮তম মিনিটে ক্লডিয়া সোয়ান গোল করে ম্যাচে সমতা ফেরান। শুট আউটে ভারত তাদের তিনটি 🃏শটের একটিতেও গোল করতে পারেনি। ꦺভারতের হয়ে গোল করতে ব্যর্থ হন অলিম্পিয়ান শর্মিলা দেবী, সঙ্গীতা কুমারি এবং সালিমা টেটে। অন্যদিকে ইংল্যান্ড দলের হয়ে গোল করে ক্যাটি কার্টিস, ম্যাডি অ্যাক্সফোর্ড এবং সোয়ান দলের ব্রোঞ্জ জয় নিশ্চিত করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।