ইউএস ওপেনের যোগ্যতা অর্জন পর্বের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছি✨লেন সুমিত নাগাল। এ বার আবার ডেভিস কাপ টাই থেকেই নাম প্রত্যাহার করে নিলেন তিনি। হিপে চোট র🎃য়েছে তাঁর। সুমিত নাগালের পরিবর্তে ডেভিস কাপের দলে ঢুকলেন সাকেত মিনেনি।
জাতীয় টেনিস ফেডারেশনের কাছে সুমিত নাগাল জানিয়েছেন, তিনি ডেভিস কাপে অংশ নিতে পারবেন না। কারণ তাঁর চোট রয়ে🐎ছে। যে কারণে চিকিৎসক ত♕াঁকে হার্ড কোর্টে না খেলার পরামর্শই দিয়েছেন।
অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব অনিল ধুপার পিটিআই-কে জানিয়েছেন, ‘সুꦐমিত নাগাল আমাদের লিখিত ভাবে জানিয়েছে, ওর হিপে চোট থাকার কারণে ডেভিস কাপ টাইয়ে খেলতে পারবে না। ওর এই চোট ইউএস ওপেন যোগ্যতা অর্জনকারী ম্যাচের পর থেকেই রয়েছে। মিনেনি সিঙ্গলস এবং ডাবলস দু'টো গেমেই অংশ নিতে পারবে। যে কারণে ওকে ডেভিস কাপের দলে নেওয়া হয়েছে।’
মিꦉনেনি ভারতের হয়ে মোট ছ'টি ডেভিস কাপ টাইয়ে অংশ নিয়েছেন। তিনি ২০১৯ সালের ডেভিস কাপে পাকিস্তানকে হারিয়েছিল যে ভারতীয় দল💝, সেই দলের সদস্য ছিলেন। কিন্তু কোনও ম্যাচ খেলতে পারেননি।
মিনেনি বলেছেন, ‘আমি এপ্রিল থেকে কোনও টুর্নামেন্ট খেলিনি। এমন কী যুকꦡ্তরাষ্ট্রে খেলতে যাওয়ার জন্য কোনও ভিসা পাইনি। তবে আমি এই পুরো সময়ে অনুশীলনের ম🃏ধ্যেই ছিলাম। টিমে ফিরে ভাল লাগছে।’
ফিনল্যান্ডের বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ে ভারতের পাঁচ জনের টিম লড়াই করবে। ১৮-১৯ সেপ্টেম্বর ডেভিস কাপ ❀টাই হওয়ার কথা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।