বিশ্বরেকর্ড গড়ে সিরিজের প্রথম ম্যাচে বিশাল জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড। এবার সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও নেদারল্যান্ডসকে হাসতে হাসতে হারালেন ব্রিটিশরা। ডাচ দলনায়ক ব্যাট হাতে যথাসাধ্য লড়াই চালান। তবে তাঁর একক প্রচেষ্টা ইংল্যান্𒁃ডের আগ্রাসনে ⛄বাঁধ দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না।
আমস্টেলভিনে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। বৃষ্টির জন্য ৫০ 💖ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৪১ ওভার প্রতি ইনিংসে। নেদারল্যান্ডস নির্ধা༒রিত ৪১ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৩৫ রান তোলে।
আরও পড়ুন:- ৪,৬,৬,৬🥃,৪,৬: ফিলিপের ওভারের সব বল বাউন্ডারির বাইরে পাঠালেন লিভিংস্টোন, ভিডিয়ো
৭৮ রানের অধিনায়কোচিত ইনিংস খে🧔লে রান-আউট হন স্কট এডওয়ার্ডস। তিনি প্রথম ম্যাচেও হাফ-সেঞ্চুরি (অপরাজিত ৭২) করেছিলেন। এছাড়া বাস ডি'লিডস ৩৪ ও লোগান ভ্যান বিক অপরাজিত ৩০ রান করেন।
ইংল্যান্ডের হয়ে ডেভিড উইলি ও আদিল রশিদ ২টি করে🌊 উইকেট দখল করেন। লিভিংস্টোন নেন ১টি উইকেট। উইকেট পাননি মইন আলি।
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৩৬.১ ওভারে ৪ উইকেটে ২৩৯ রান তুলে ম্যাচ জিতে যায়। জেসন রয় ৭৩ ও ফিল সল্ট ৭৭ রান করে আউট হন। প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচেও শূন্য রানে আউট হন ক্য𓆉াপ্টেন ইয়ন মর্গ্যান। ৪ রান করে মাঠ ছাড়েন লিভিংস্টোন। ডেভিড মালান ৩৬ ও ম🌄ইন আলি ৪২ রানে অপরাজিত থাকেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।