বাগে পেয়েও পাকিস্তানকে হারাতে পারল না নেদারল্যান্ডস। লক্ষ্যের খুব কাছে গিয়েও থেমে যেতে হয় ডাচদের। বাবর আজমদের কম রানে বাঁধে রেখেও জিততে না পারা🐼য় নিশ্চিতভাবেই হতাশ নেদারল্যান্ডস শিবির। তবে নিতান্ত কম রানের পুঁজি নিয়ে কার্যত হারা ম্যাচে জয় তুলে নিয়ে ঠিক ততটাই উচ্ছ্বসিত পাকিস্তান।
এক্ষেত্রে পাক শিবিরের পরিꦯত্রাতা হয়ে দেখা দেন ১৯ বছরের পেসার নাসিম শাহ। অবশ্য পাকিস্তানের জয়ে বাবর আজমের অবদানও অস্বীকার করা যাবে না। বরং বলা ভা🅘লো যে বাবরের জন্যই পাকিস্তান লড়াই করার রসদ হাতে পায়।
সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে পাকিস্তান টস জিতে ব্যাট করতে নামে। তারা কোনও রকমে ২০০ রানের🧔 গণ্ডি টপকায়। ৪৯.৪ ওভারে ২০৬ রান তুলে অল-আউট হয়ে যায় পাকিস্তান। বাবর আজম ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২৫ বলে ৯১ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। এছাড়া ফখর জামান ২৬, আঘা সলমন ২৪, মহম্মদ নওয়াজ ২৭ ও মহম্মদ ওয়াসিম ১১ রান করেন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।
নেদারল্যান্ডসের হয়ে বাস ডি'লিডস ৫০ রানে ৩টি উইকেট নেন। ১৫ রানে ২টি উইকেট নিয়েছেন ভিভিয়ান কিংমা। ১টি করে উইকেট দখল করেন আরিয়ান দত্ত, শারিজ আহমেদ ও লোগান ভℱ্যান বিক।
পালটা ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ৪৯.২ ওভারে ১৯৭ রানে অল-আউট হয়ে যায়। বিক্রমজিৎ সিং ৫০, টম কুপার ৬২, তেজা নিদামানুরু💖 ২৪ ও মুসা আহমেদ ১১ রান করেন।
নাসিম শাহ ৩৩ রানের বিনিময়ে একাই ৫টি উইকেট দখল করেন। ৩৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন মহম্মদ ওয়াসিম। ৯ রানের সংক্ষিপ্🥂ত ব্যবধানে ম্যাচ জেতে পাকিস্তান। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে নেদারল্যান্ডসকে ৩-০ হোয়াইটওয়াশ করেন বাবর আজমরা। ম্যাচের সেরার পুরস্কার জেতেন নাসিম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।