শুভব্রত মুখার্জি: হায়দরাবাদে সিনিয়র মহিলা আন্তঃজোনাল ওয়ানডে ট্রফির ফাইনালের আসর বসেছিল মঙ্গলবার। ফাইনালে মুখোমুখি হয় উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল। ফাইনাল ম্যাচে মধ্যাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন হল উত্তরাঞ্চল। ভারতীয় সিনিয়র দলের হয়ে খেলা তানিয়া ভাটিয়া, সুষমা ভার্মা, প্রিয়া পুনিয়া সমৃদ্ধ উত্তরাঞ্চলের সামনে কা💯র্যত দাঁড়াতেই পারল না মধ্যাঞ্চল।
রাজীব গান্ধী স্টেডিয়ামে ৯ উইকেটে ফাইনাল ম্যাচ জিতল উত্তরাঞ্চল। ম্যাচে এদিন প্রথম থেকেই আধিপত্য ছিল উত্তরাঞ্চলের। সেন্ট্রাল জোন এদিন প্রথমে ব্যাট করে মাত্র ১২৩ রানে অলআউট হয়ে যায়। পুরো ৫০ ওভারও টিকতে পারেনি তারা। ৪২ ওভারেই গুটিয়ে যায় তাদের ইনিংস। সেন্ট্রাল জোনকে এদিন ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। তাদের দুই ওপেনার যশিয়া আখতার শূন্য রানে এবং ইন্দ্রাণী রায় মাত্র চার রানে প্যাভিলিয়নে ফিরে তান। একটা সময়ে তাদের স্কোর ছিল ৮৮ রানে ৮ উইকেট। ব্যাটিংয়ের দশা দেখে মনে হচ্ছিল হয়ত ১০০ রান ও পেরতে পারবে না তারা। তবে⛎ লোয়ার অর্ডারের চার ব্যাটারের পারফরম্যান্সে ভর করে অবশেষে তারা ১২৩ রান করতে সমর্থ হয়।
সুমন মিনা ১৯, নিশু চৌধুরী ১৯, স্বাগতিকা রথ ২০ এবং একতা বিস্ত ১৪ রান করে দলের রান ১০০-র গন্ডি পার করান। উত্তরাঞ্চলের হয়ে বল হাতে দুরন্ত পারফরম🐽্যান্স করেন সিমরান বাহাদুর, পারুনিকা শিশোদিয়া এবং প্রিয়া মিশ্র। প্রিয়া এবং পারুনিকা তিনটি করে উইকেট নিয়েছেন। সিমরান নিয়েছেন দুটি উইকেট। জয়ের জন্য রান তাড়া করতে নেমে একমাত্র প্রিয়া পুনিয়ার উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় উত্তরাঞ্চল। ৩২ বলে ৯ রান করে আউট হন প্রিয়া পুনিয়া। অন্যদিকে প্রতিকা রাওয়াল ৩৩ বলে ১৮ রান করে 'রিটায়ার্ড হার্ট' হয়েছেন। নিনা চৌধুরী এবং তানিয়া ভাটিয়া জুটি বেঁধে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন।দুজনেই অর্ধশতরান করেন। তানিয়া ভাটিয়া ৫২ এবং নিনা চৌধুরী ৫৩ রান করে অপরাজিত থেকে ৯ উইকেটের বিরাট ব্যবধানে জয় নিশ্চিত করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।