৫ দিন আগের ঘটনার পুনরাবৃত্তি। চেয়ার আম্পায়ারের সিদ্ধান্তে আরও একবার অসন্তোষ প্রকাশ করলেন নোভাক জকোভিচ। বর্তমানে তিনি খেলছেন শাংহাই মাস্টার্সে।﷽ সেখানেই প্রতিযোগিতার এই নিয়ম নিয়ে বেশ বিরক্ত জোকার। কয়েকদিন আগেও একই নিয়মের প্রতিবাদ করে চেয়ার আম্পায়ারের দিক🎶ে ছুটে গিয়ে প্রশ্ন করেছিলেন, আবারও নিজের বিরক্তি প্রকাশ করলেন প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী এই টেনিস তারকা।
শাংহাই༒ মাস্টার্সে ম্যাচ চলছিল রাউন্ড অফ সিক্সটিনের। সেখানে জোকার মুখোমুখি হয়েছিলেন রোমান সাফুলিনের। সেই ম্যাচে জকোভিচ সহজেই জিতলেও এখানে ফের একবার তিনিꦚ চেয়ার আম্পায়ারের সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করেন। আম্পায়ার ইগনাসিও ফোরকাদেলের সিদ্ধান্তে অসন্তুষ্ট দেখা জকোভিচকে।
ꦰএটিপির নতুন নিয়ম অনুযায়ী একটি গেমের মধ্যে খেলা শেষ হওয়ার প✃রই একটি ঘড়ি চলতে শুরু করে দেয়। ফলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরের সার্ভ নিতে হয় টেনিস খেলোয়াড়দের। এক্ষেত্রে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে চেয়ার আম্পায়ারের দায়িত্বের মধ্যে পড়ে, খেলোয়াড়কে সতর্ক করে দেওয়া। আর এই নিয়েই বেজায় চটেছেন জকোভিচ।
আরও পড়ুন-‘আমি দেখতে চেয়েছিলাম, ওরা কেমন’, দলগত সংহতিতে বা🤪ংলাদেশকে হারিয়ে স্বস্তিতে সূর্য…
বল বয়রা যখন টাওয়েল নিয়ে খেলোয়াড়ের কাছে আসে, তখনও সেই ঘড়ি চলতে থাকে। লম্বা সেটের প🤪র কোনও বিশ্রা𒊎মেরও সুযোগ নেই। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ জোকার বলছেন, ‘আমি জানি এটা হয়ত আম্পায়ারদের হাতে নয়, কিন্তু এমন নিয়ম সত্যিই অবিশ্বাস্য। আগে আমাদের নিজেদের গিয়ে টাওয়েল নিয়ে আসতে হত, এখন বল বয়রা সেটা করছে। ওরা ওদের নিজেদের সেরাটাও দিচ্ছে, কিন্তু তাঁরা সঠিকভাবে প্রশিক্ষণ প্রাপ্ত নয়। কোনও খেলোয়াড়কে না জানিয়েই এমন এক নিয়ম লাগু করা হয়েছে, এটা সত্যিই অবিশ্বাস্য ’।
আরও পড়ুন-ICCতে জয় শাহ এফেক্ট! 🔜পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি! আইসিসির ভাবনায় 🥃৩ দেশ…
এই ম্যাচে নোভাক জকোভিচ জিতলেই সহজেই। খেলার ফল ৬-৩, ৬-২।♔ গ্র্যান্ডস্লাম জয়ের নিরিখে বছরটা ভালো না গেলেও এই বছরই প্যারিসে অলিম্পিক্স জিতেছেন জোকার। আপাতত তাঁর লক্ষ্য একটি গ্র্যান্ডস্লাম জিতে টেনিস কোর্টের ইতিহাসে পুরুষ মহিলা নির্বিশেষে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লামের মালিক হওয়া। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ জাকুব মেনসিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।