শাংহাই মাস্টার্সের ম্যাচে অঘটন এড়িয়ে গেলেন সার্বিয়ান তার🎃কা নোভাক জকোভিচ। দুই সেটের লড়াইয়ে তিনি ম্যাচ জিতলেন মার্কিন প্রতিপক্ষের বিরুদ্ধে। যদিও জয়ের কারণে নয়, অলিম্পিক্সে সোনাজয়ী এই টেনিস তারকা খবরের শিরোনামে উঠে এলেন অন্য কারণে। আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সার্বিয়ান টেনিস তারকার।
আরও পড়ুন-প্লিমারকে আ🐻উটের পর অভ❀িনব সেলিব্রেশন! নজর কাড়ল ‘আর্সেনাল ফ্যান’ শোভানার সেলিব্রেশন…
কয়েক সপ্তাহ আগে ইউএস ওপেন অভিযানটা মোটেই ভালো যায়নি নোভাক জকোভিচের। শুরুতেই ছিটকে গেছিলেন তিনি। প্যারিস অলিম্পিক্সের ধকল ফ্লাশিং মেডোয় পড়েছিল। তবে বেশ কিছুদিন ছুটি কাটিয়ে শাইহাই মাস💯্টার্সে নে♛মে অবশ্য ছন্দে ফিরলেন জোকার। শুরুতে কিছুটা জড়তা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গেই কাটিয়ে উঠলেন। ফিরলেন স্বমহিমায়।
ম্যাচে মার্কিন য𒊎ুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ অ্যালেক্স মিকেলসনকে দুই সেটের লড়াইয়ে হারান জকোভিচ। খেলার ফল ৭-৬(৩), ৭-৬(৯)। এর মধ্যে দ্বিতীয় সেট চলাকালীন ১৫-৩০ ফলে একটি গেমে পিছিয়ে ছিলেন সার্বিয়ান তারকা। তখনই নির্দিষ্ট বেঁধে দেওয়া সময় অতিক্রম হয়ে যায় তাঁর সার্ভ করতে করতে। এরপরই নিয়মমাফিক তাঁকে সতর্ক করেন চেয়ার আম্পায়ার। সঙ্গে সঙ্গে বল ছু🦩ঁড়ে দিয়ে তিনি আম্পায়ারের দিকে এগিয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
চেয়ার আম্পায়ারও তৎক্ষণাৎ শাংহাই মাস্টার্সের নিয়ম বলে দেন নোভাক জকোভিচকে। জোকার তাঁকে প্রশ্ন করেন, ‘হোয়াই ইউ ডু দিস ম্যান(তুমি কেন এমন করছ)’। এরপরই আম্পায়ার মহম্মদ লাহইয়ানি তাঁকে বলে দেন, সার্ভ করার জন্য ২৫ সেকন্ড বরাদ্দ করা হয়েছে। আর সেটি একটি স্♓বয়ংক্রিয় ঘড়িতে চলছে। ফলে এক্ষেত্রে তাঁর কিছুই ♛করার নেই। দীর্ঘ গেমের ক্ষেত্রেও তিনি নিরুপায়।
ভিডিয়ো- রিঙ্কু𓃲 সিংয়ের হাতে ‘Gods Plan’ ট্যাটু! লুকিয়ে রয়েছে আরও রহস্য!𒀰 জানুন ওর থেকেই…
পরিস্থিতি দেখে ধারাভাষ্যকাররা বলেন, ‘মনে হচ্ছে নোভাক জকোভিচকে আম্পায়ার সতর্ক করতে চাননি। জকোভিচকেও আসতে আসতে⭕ সেকথাও উনি বলছিলেন। ও জানত যে এমনই কিছু ঘটে চলেছে। নিয়ম থাকবে ঠিকই, তবে সেটা সব সময় পরিস্থিতি বুঝেও প্রয়োগ করা উচিত, অন্তত লং๊ গেমের ক্ষেত্রে’।
আরও পড়ুন-আবু ধাবিতে NBA গেমসে☂ হঠাৎই দেখা! বিশ্বকাপজয়ী অধিনায়করা ধরা দিলেন একই ফ্রেমে!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।