প্যারিস অলিম্পিক্স ২০২৪-এর চতুর্থ দিনে দ্বিতীয় পদক জিতেছে ভারত। মনু ভাকের এই সময়ে ইতিহাস তৈরি করেছেন। ভারতে যখন পদক জয়ের ෴খুশি পালন করা হচ্ছে, তখন পাকিস্তানে উঠেছে সমালোচনার ঝড়। এবারের অলিম্পিক্সে মাত্র সাত জন ক্রীড়াবিদকে পাঠিয়েছে পাকিস্তান। এরপরেই দেশꦛে স্পোর্টস নিয়ে বিতর্কের আগুন জ্বলতে শুরু করেছে।
এবারের অলিম্পিক্সের অনুষ্ঠানে ভারতীয়দের পোশাক নিয়েও অনেক সমালোচনার ঝ🌊ড় উঠেছিল। এছাড়াও এবার অলিম্পিক্সে অংশগ্রহণকারী কয়েকজন প্রতিযোগীদের নিয়েও বিতর্ক তুঙ্গে উঠেছে। এবার এই বিতর্কে জড়িয়ে পড়ল পাকিস্তানের নাম। কারণ পাকিস্তানের মাত্র ৭ জন প্রতিযোগী প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করেছেন। আর তা নিয়েই অলিম্পিক্সের উদ্বোধনের দিন একজন ধারাভাষ্যকারের মন্তব্য ভাইরাল হয়েছে।
আরও পড়ুন… IPL 2025: RCB ছাড়তে চলেছেন অজি অলরাউনꦚ্ডার গ্লেন ম্য🌠াক্সওয়েল? সামনে আসছে চাঞ্চল্যকর রিপোর্ট
প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী পাকিস্তানি ক্রীড়াবিদরা-
প্যারিসে যাওয়া সাত𒁏 পাকিস্তানি অ্যাথলেটের মধ্যে রয়েছেন, সবচেয়ে বিখ্যাত নাম জ্যাভলিন নিক্ষেপকারী এবং পদকের জন্য পাকিস্তানের একমাত্র ভরসা আর্শাদ নাদিম। নাদিম ছাড়াও শুটার গোলাম মোস্তফা বশির (২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল), গুলফাম জোসেফ (১০ মিটার এয়ার পিস্তল, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড💧 টিম) এবং কিশমালা তালাত (১০ মিটার এয়ার পিস্তল, ২৫ মিটার পিস্তল, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম) পাকিস্তানি অলিম্পিক দলের সদস্য। এছাড়াও তালিকায় কিছু ওয়াইল্ড কার্ড এন্ট্রি রয়েছে যেমন ফাইকা রিয়াজ (অ্যাথলেট, ১০০ মিটার রেস), মহম্মদ আহমেদ দুররানি (২০০ মিটার, ফ্রিস্টাইল) এবং জাহানারা নবি (২০০ মিটার ফ্রিস্টাইল)।
কী নিয়ে শুরু হল বিতর্ক-
অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন একজন ধারাভাষ্যকার পাকিস্তান সম্পর্কে এমন মন্তব্য করেছেন, তা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পাকিস্তানিরাও দেশের জন্যে বিষয়টি লজ্জাজনক বলে মন্তব্য🌠 করেছেন। আসলে অলিম্পিক্সে পাকিস্তান থেকে ১৮ জন সদস্য অংশ নিয়েছে, যাদের মধ্যে মাত্র ৭ জন ক্রীড়াবিদ রয়েছে। অলিম্পিক্সের জন্য ১১ জন কর্মকর্তাসহ পাকিস্তানের ৭ অ্যাথলেট এই মুহূর্তে প্যারিসেই রয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের ১৮ সদস্যের দলকে দেখে অবাক হয়ে অলিম্পিক্সের ধারাভাষ্যকার বলেছেন, ‘পাকিস্তান এমন একটি দেশ যেখানে ২৪ কোটির বেশি জনসংখ্যা রয়েছে অর্থাৎ তারা বিশ্বের পঞ্চম জনবসতি পূর্ণ দেশ, কিন্তু তারা অলিম্পিক্সে মাত্র ৭ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন।’ ধারাভাষ্যকার পাকিস্তানকে কটাক্ষ করেই বিষয়টি বলেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানকে নিয়ে এমন মন্তব্যের একটি ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। পাকিস্তানিরা এটাকে লজ্জার বিষয় বলছেন।
আসলে শুক্রবার অর্থাৎ ২৬ জুলাই এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষ্যে প্যারিসের স্যেন নদীতে কার্যত চাঁদের হাট বসেছিল। এই নদীর বুকে প্রত্যেকটা দেশের প্যারেড অনুষ্ঠান আয়োজন করﷺা হয়েছিল। পাকিস্তানও এই প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। তবে এই অনুষ্ঠান চলাকালীন লাইভ টেলিভিশনে ধারাভাষ্যকার এমন একটি মন্তব্য করে বসলেন, যা পাকিস্তানের কাটা হয়েগিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।