একটি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে চলছে তুমুল সংঘর্ষ, মারামারি, হাতাহাতি। দুপক্ষের সংঘর্ষের ফলে কার্যত অবরুদ্ধ ছিল রাস্তায়। ঠিক সেই সময় আচমকা লড়াই থামিয়ে রাস্তা থেকে সরে গেল উভয় পক্ষ। আসলে একটি অ্যাম্বুল্যান্স যাওয়ার পথ করে দিতেই ক🐷্ষণিকের জন্য লড়াই থামিয়ে রাস্তা থেকে সরে দাঁড়িয়ে ছিল দুপক্ষ। আর অ্যাম্বুল্যান্স চলে যাওয়ার পরেই পুনরায় হাতাহাতিতে জড়িয়ে পড়ল দুপক্ষ। এমনই একটি ঘটনা ঘটেছে কেরলের কালিকট জেলায়। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। যা, মানুষকে হতবাক করে দিয়েছে।
আরও পড়ুন: পঞ্চাꦍয়েত সমিতির নিয়ন্ত্রণ নিয়ে TMC-র ২ গোষ্ঠীর সংঘর্ষ, মা꧒থা ফাটল মহিলা সভাপতির
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে শনিবার। এদিন কালিকট জেলার একটি সমবায় সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সেই ফল ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সংঘর্ষে জড়িয়ে পড়ে কংগ্রেসের দুই গোষ্ঠী। এখানে কিছু বিষয় নিয়ে কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। কিছু কংগ্রেস নেতা বিদ্রোহ করে আলাদা দল গঠন করেন। সিপিআইএম তাঁদের সমর্থন করেছিল। বিদ্রোহী গোষ্ঠী নির্বাচনে জয়লাভ করে এবং সღমিতির পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ পায়। উল্লেখ্য, ৬১ বছর ধরে এই বোর্ডের নিয়ন্ত্রণে ছিল কংগ্রেস। এমন পরিস্থিতিতে কংগ্রেস ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়।
এদিকে, সংঘর্ষ চলাকালীন রাস্তা দিয়ে একটি অ্যাম্বুল্যান্স চলে আসে। প্রথমে মনে করা হচ্ছিল যে অ্যাম্বুল্যান্স ওই রাস্তা দিয়ে যেতে পারবে না, সেটিকে ঘুরিয়ে নিতে হবে। কিন্তু, সচেতনতার পরিচয় দিয়ে দুপক্ষ লড়াই থামিয়ে দিয়ে অ্যাম্বুল💃্যান্স যাওয়ার রাস্তা করে দেয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তার মধ্যেই তুমুল মারপিট হচ্ছে, অনবরত চলছে হাতাহাতি, কিল, ঘুষি। অ্যাম্বুল্যান্স যখন তাদের কাছকাছি চলে আসে তখন সেটিকে যাওয়ার রাস্তা করে দেয় ক্ষুব্ধ দুপক্ষ। তারা একে অপরকে সরিয়ে দিয়ে অ্যাম্বুল্যান্স যাওয়ার জন্য রাস্তা করে দেয়। কেউ কেউ আবার অ্যাম্বুল্যান্স চালককে হাতে ইশারা করে পথ দেখাতে শুরু করে।
এর পর মনে হয়েছিল যে মারামারি থেমে যাবে। কিন্তু সেরকম কিছু হয়নি। অ্যাম্বুল্যান্সটি ওই জায়গা থেকে চলে যাওয়ার সঙ্গেসঙ্গে🅰 আবার শুরু হয় লড়াই। এটি শেয়ার করার সময় একজন সোশ্যাল মাধ্যমে লিখেছেন, ‘আগে নাগরিক জ্ঞান, পরে লড়াই।’ ভিডিয়োটি সোশ্যাল মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।এর আগে ২০২০ সালে রাজ্যে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেখানে সিএএ এবং এনআরসি বিরোধী সমাবেশের সময় একটি অ্যাম্বুল্যান্সের জন্য পথ করে দেওয়া হয়েছিল।