বিশ্বচ্যাম্পিয়নের কাছে হেরে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল ভারতের লভলিনা বড়গোহাঁইকে। ম♋েয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে ০-৫ ব্যবধানে পরাজিত হলেন ভারতীয় বক্সার।
শেষ চারে জায়গা করে নিয়ে আগেই পদক জয় নিশ্চিত করেছিলেন লভলিনা। সেমিফাইনাল বাউট জিতলে সোনা জয়ের দৌড়ে নাম লেখাতে পারতেন। শেষমেশ শেষ চারের🌊 হার্ডলে আটকে যাওয়ায় এবারের মতো সোনা বা রুপো জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় ভারতীয় তারকা। তিনি ব্রোঞ্জ পদক 𝔍গলায় ঝুয়িলেই টোকিও অলিম্পিক্সকে বিদায় জানালেন।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র🎃 যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
তিনটি র🦹াউন্ডেইল তুরস্কের বক্সারের সামনে বিশেষ সুবিধা করতে পারেননি লভলিনা। ফলে তিনটি রাউন্ডেই পাঁচ জন বিচারক একতরফা রায় দেন বুসেনাজের পক্ষে। তার উপর দ্বিতীয় রাউন্ডে একটি পেনাল্টি 💯পয়েন্টও কাটা যায় লভলিনার। সবমিলিয়ে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে জয়ী হন বুসেনাজ।
উল্লেখ্য, প্রথম রাউন্ডে বাই পাওয়া লভলিনা দ্বিতীয় রাউন্ডে ৩-২ ব্যবধানে পরাজিত করেন জার্মানির নাদিন আপেত্জকে। কোয়ার্টার ফাইনাল বাউটে তিনি ৪-১ ব্যবধানে পরাজিত করেন চাইনিজ তাইপের প্রাক্তন বিশ্বচ্যাম্প⛦িয়ন বক্সার নিয়েন-চিন চেনকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।