শেষবেলায় প্যারিসে ম্যাজিক ধীরাজ বোম্মাদেবরার। আর সেই ম্যাজিকের সুবাদে বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সের পুরুষদের ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে চতুর্থ স্থানে শেষ করলেন তিনি। দ্বাদশ (শেষ) এন্ডে ৫৯ পয়েন্ট ঝুলিতে পুরে নেন। যা ফারাক গড়ে দেয়। অন্যদিকে, ১৪ তম স্থানে শেষ করলেন তরুণদীপ রাই। আর ৩৯ তম স্থান দখল করলেন প্রবীণ যাদব। তাঁদের সেই মিলিত পারফরম্যান্সের সুবাদে পুরুষদের টিম ইভেন্টে তৃতীয় স্থানে শেষ করে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে গেল ভারত। ফলে ফাইনালের আগে𝔍 দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে হবে না ধীরাজ, তরুণদীপদের। কিন্তু মাত্র এক পয়েন্টর জন্য মিক্সড টিম ইভেন্টে প্রথম চারের মধ্যে থাকতে পারল না টিম ইন্ডিয়া। পঞ্চম স্থানে শেষ করায় পঞ্চম বাছাই হিসেবে নক-আউট রাউন্ডে উঠলেন ধীরাজ এবং অঙ্কিত ভকত (যিনি মহিলাদের বিভাগে দীপিকা কুমারী ও ভজন কৌরকে ছাপিয়ে ভারতীয়দের মধ্যে শীর্ষস্থানে শেষ করেছেন)। সেমিফাইনাল পর্যন্ত তাঁদের কোরিয়ার সামনে পড়তে হবে না।
প্রথম রাউন্ডের শেষে ভারতীয় তিরন্দাজদের পয়েন্ট
১) তরুণদীপ রাই: মোট ৩৩৭ পয়েনꦿ্ট ছিল। ১৪ তম স্থানে ছিলে𒆙ন।
২) ধীরাজ বোম্মাদেবরা: তিনি🤪 ২৪ তম স্থানে ছিলেন। ঝুলিতে ছিল ৩৩৫ পয়েন্ট।
৩) প্রবীণ যাদব: প্রথম ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ♑ᩚ𒀱ᩚᩚᩚরাউন্ডের শেষে ৩৭ তম স্থানে ছিলেন প্রবীণ। ঝুলিতে ছিল ৩২৮ পয়েন্ট।
দ্বিতীয় রাউন্ডের ভারতীয় তিরন্দাজদের পয়েন্ট
১) ধীরাজ বোম্মাদেবরা: প্রথম স্থানাধিকারীর ঝ🐬ুলিতে আছে ৬৮৬ পয়েন্ট। চতু্র্থ ধীরাজ ৬৮১ পয়েন্ট পেয়েছেন। চতুর্থ হয়েছেন।
২) তরুণদীপ রাই: দুটি রাউন্ডের শেষে তরুণদীꦜপের ঝুলিতে আছে ৬৭৪🐻 পয়েন্ট। শেষ করেছেন ১৪ তম স্থানে।
৩) প্রবীণ য🍎াদব: ৩৯ 𓃲তম স্থানে শেষ করেছেন তিনি। পয়েন্ট হল ৬৫৮।
টিম ইভেন্টে ভারতীয় পুরুষদের অবস্থান
১) দক্ষিণ কোরিয়া: ২,০৪৯ পয়েন্ট।
২) ফ্রান্স: ২,০২৫ পয়েন্ট।
৩) ভারত: ২০১৩ পয়েন্ট।
৪) চিন: ১,৯৯৮ পয়েন্ট।
মিক্সড টিম ইভেন্টে ভারতের অবস্থান
১) দক্ষিণ কোরিয়া: ১,৩৮০ পয়েন্ট।
২) জার্মানি: ১,৩৫১ পয়েন্ট।
৩) আমেরিকা: ১,৩৪৯ পয়েন্ট।
৪) চিন: ১,৩৪৮ পয়েন্ট।
৫) ভারত: ১,৩৪৭ পয়েন্ট।
পুরুষদের ইভেন্টে ভারতের পরবর্তী প্রতিপক্ষ
১) কোয়ার্টার🐻 ফাইনাল: তুরস্ক এবং কলম্বিয়ার মধ্যꦬে যে দল জিতবে, তাদের বিরুদ্ধে নামবে।
২) সেমিফাইনাল: সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স।
৩) ফাইনাল: সম্ভাব্য প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।