লিঙ্গ-বিতর্কে মুখ খুলল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)। প্যারিসে ইমানে খেলিফকে অংশগ্রহণের যে ছাড়পত্র দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তে অটল থেকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে দাবি করা হয়েছে, লিঙ্গ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন বলে গত বছর আলজেরিয়ার বক্সারকে যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বহিষ্কৃত করা হয়েছিল, সেটা সম্পূর্ণভাবে একতরফা সিদ্ধান্ত ছিল। নির্দিষ্ট পদ্ধতি মেনে সেই কাজটা করা হয়নি বলে দাবি করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তারপরও খেলি🐻ফের বিরুদ্ধে যে 'আগ্রাসন' দেখানো হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানানো হয়েছে। সেইসঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে বলা হয়েছে, 'অলিম্পিক সনদ, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কোড অফ কনডাক্ট, মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাঠামোর ভিত্তিতে অলিম্পিক্সে অংশগ্রহণকারী প্রত্যেক অ্যাথলিটের মানবাধিকার সুরক্ষিত করতে বদ্ধপরিকর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।'
৪৬ সেকেন্ডে ম্যাচ ছাড়েন ইতালির বক্সার, তারপরই বিতর্ক
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে ꦜসেই ব্যাখ্যা দেওয়া হয়েছে খেলিফের ম্যাচের পরে। বৃহস্পতিবার মহিলাদের বক্সিংয়ের ওয়েল্টার ওয়েটের প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালির অ্যাঞ্জেলা কারিনির বিরুদ্ধে নামেন খেলিফ। কিন্তু ৪৬ সেকেন্ডেই ম্যাচ ছেড়ে দেন ইতালির বক্সার। তারপর কেঁদে ফেলেন। সেইসঙ্গে তিনি জানান, এতদিন ধরে বক্সিং করছেন। কিন্তু খেলিফ যা জোরে মেরেছেন, সেরকম জোরে আগে কখনও ঘুষি হজম করতে হয়নি।
আর তারপরই লিঙ্গ-বিতর্ক শুরু হয়ে যায়। লিঙ্গ টেস্টে ব্যর্থ হয়ে গত বছর আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের (আর্থিক ও পরিচালনা সংক্রান্ত কারণে ২০২৩ সালে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের স্বীকৃতি বাতিল করে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি) আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেও খেলিফ বহিষ্কৃত হওয়ার বিষয়টি সামনে এনে অ♑নেকে দাবি করতে থাকেন যে আলজেরিয়ার বক্সারকে প্যারিসে নামতে দেওয়ার বিষয়টি আদতে একটা বড় কেলেঙ্কারি।
‘মহিলাদের খেলাধুলোয় ছেলেদের জায়গা নেই’
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। কারিনির ছবি পোস্✨ট করে অনেকে লেখেন, 'মহিলাদের খেলাধুলোয় পুরুষদের জায়গা নেই। এটা ট্রেন্ড করা হোক।' সেই দাবিতে সমর্থন জানান টেসলার ইলন মাস্কও। খেলিফকে প্যারিসে অংশগ্রহণের ছাড়পত্র দেওয়া হওয়ায় উষ্মাপ্রকাশ করেন ‘হ্যারি🎶 পটার’-র লেখক জেকে রাউলিংও।
খেলিফের সঙ্গে লিনের বিষয়েও মুখ খুলেছে IOC
সেই বিতর্কের আবহেই আন্তর্জাতিক অলিম🐠্পিক কমিটির তরফে খেলিফের পাশে দাঁড়ানো হয়েছে। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে আলাদাভাবে খেলিফের নꦯাম বলা হয়নি। দু'জন 'মহিলা অ্যাথলিট'-র কথা বলা হয়েছে। আর তাঁরা হলেন খেলিফ এবং তাইওয়াইনের লিন ইউ-টিং।
লিঙ্গ নিয়ে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের নিয়মের কারণে যে দু'জনকে ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বহিষ্কার করা হয়েছিল। যে নিয়ম অনুযায়ী, পুরুষদের 'এক্সওয়াই' ক্রোমোজোম থাকা অ্য়াথল🎃িটদের মহিলাদের ইভেন্টে নামতে দেওয়া হবে না। বৃহস্পতিবার খেলিফকে নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের তরফে অলিম্পিক কমিটির তরফে উষ্মাপ্রকাশও করা হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।